প্রমাণ লোপাট করতে হাসপাতালে খুন হতে পারেন অনুব্রত! চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের সুরক্ষা নিয়ে চিন্তিত বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। হাসপাতালে থাকলে যে কোনও মুহূর্তে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে খুন করা হতে পারে, এমন চাঞ্চল্যকর দাবি করে বসলেন রাজ্য বিজেপির সবচেয়ে আকর্ষণীয় চরিত্র। তাঁর মতে এই মুহূর্তে একমাত্র জেলে থাকলেই অনুব্রতর নিরাপদে বেঁচে থাকতে পারবেন।

রোজকার মতোই আজও ইকো পার্কে গা ঘামাচ্ছিলেন দিলীপ বাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অনুব্রত মণ্ডলের অন্য অনেক তৃণমূল নেতাদের মতোই সিবিআই দেখলে শরীর খারাপ হয়ে যায়। একদিন তাঁকে জেলে যেতেই হবে। জেলে থাকলেই সে ঠিক থাকবে, হাসপাতালে থাকলে বাঁচার সম্ভাবনা কম। আমার সন্দেহ হচ্ছে যাবতীয় তথ্য প্রমাণ হাপিস করে ফেলার জন্য তাঁকে খুনও করা হতে পারে।”

যদিও এখন আর হাসপাতালে নেই তিনি, গত সপ্তাহের শেষদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অন্ডকোষের সমস্যা সহ একাধিক শারীরিক অসুস্থতার কারণে গত এপ্রিল মাসের প্রথম দিক থেকে তিনি ভর্তি ছিলেন এসএসকেএমে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি এখনও সম্পূর্ন সুস্থ নন। ডাক্তার বেশি চলাফেরা করতে বারণ করেছেন বলে অনুব্রতর আইনজীবীদের দাবি।

এই মুহূর্তে। নিজের সল্টলেকের বাড়িতে রয়েছেন অনুব্রত। দু’দুটি গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই তলব করলেও তিনি অসুস্থতার দোহাই দিয়ে যেতে পারেননি। সেই প্রসঙ্গে দিলীপ বাবু বলেছেন, “বেশ কয়েকটি মামলার সঙ্গে জড়িয়ে আছেন কেষ্টবাবু, আরও অনেক তৃণমূল নেতার মতোই। অর্থাৎ একটা চাবি দিয়ে অনেক ঘর খোলা যাবে। তাই কে জানে চাবিটাই হারিয়ে ফেলার চেষ্টা হচ্ছে কিনা!’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর