‘পেটে ব্যথা হচ্ছে কেন? ব্রাহ্মণের মেয়ে হয়ে…’, মমতাকে নিয়ে এ কী বেফাঁস মন্তব্য দিলীপের!

বাংলা হান্ট ডেস্ক: বিজেপি দুর্গাপুজোর বিষয়ে কিছু জানে না বলে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার তার পাল্টা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ‘ব্রাহ্মণের (Bramhin) মেয়ে হয়ে যিনি চণ্ডীপাঠ ঠিক করে জানেন না, যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, তাঁর থেকে লোকে শিখবে? পুজো নিয়ে উনি কিছু জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেকুর তোলেন মুসলমান (Muslim) ভোটের জন্য। গায়ের জোরে টাকা দিয়ে পুজো (Durga Puja) কেনেন। তাঁর মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না। জীবনে কোনওদিন উনি ধর্মীয় কাজ করেননি। সমস্ত অধার্মিক দূরাচারী, ভ্রষ্টাচারী লোক নিয়ে থেকেছেন। প্রতিদিন কোনও না কোনও সাংসদ-বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আসছে, যারা নৈতিকতা জানেন না। মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায় এইসব লোকের সঙ্গে উনি থাকেন কেন? তাঁর কাছে ধর্মের কথা শুনব এত খারাপ সময় আমাদের হয়নি।’

সোমবার মধ্য কলকাতা সন্ত্রাস মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অযোধ্যার আগেই কলকাতায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হয়ে গেল। বাংলায় পরিবর্তনের লড়াই চলবে।’ মহম্মদ আলি পার্কের পুজো উদ্বোধনে এই নিয়ে তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুললে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছাড়ুন তো ওদের কথা। দুর্গাপুজো সম্পর্কে কতটুকু জানে ওরা? কেন রামচন্দ্র অকালবোধন করেছিলেন তাই জানে না। অসুরকে হারানোর জন্য। মা দুর্গা আমাদের দেবতা যিনি সর্বজয়ী। ওরা তো একটা পুজো করে। একটা পুজো নিয়েই থাক।’

dilip mamata

এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওই পুজো আজ নয়, প্রদীপ ঘোষের সময় থেকেই পপুলার। মানুষ এমনিতেই ওখানে যায়। নেতারাও আসেন। স্বয়ং প্রধানমন্ত্রী একবার ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। বিজেপি শক্তিশালী হয়েছে। আমাদের লোকেরা পুজোয় ঢুকেছে, আমরাও চাই আরও নেতা পুজোয় ঢুকুন। তাতে কারওর পেটে ব্যথা হচ্ছে কেন? উনি কি সবকিছু টাকা দিয়ে গায়ের জোরে কিনে নিতে চাইছেন?’

Avatar
Monojit

সম্পর্কিত খবর