‘রাজ্যের এত টাকা যাচ্ছে কোথায়?’ টেটের ধরনা মঞ্চে মিষ্টি বিতরণ, TMC-কে একহাত নিলেন দিলীপ

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। একদিকে যখন আদালতের নির্দেশে সিবিআই (CBI) এবং ইডি (Enforcement Directorate) তদন্তে একাধিক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রীরা হেফাজতে, সেই পরিস্থিতিতে আবার অপরদিকে অবস্থান বিক্ষোভে বসে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। মাসের পর মাস, বছরের পর বছর অগ্রসর হয়ে চলেছে এই আন্দোলন। এদিন সেই আন্দোলন মঞ্চে পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেসকে চরম কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আগামীকাল ভাইফোঁটা। তার আগে এদিন চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে পৌঁছে যান একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। বাম নেতা মহম্মদ সেলিম থেকে শুরু করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষদের দেখা যায় ধরনা মঞ্চে। সকল আন্দোলনকারীদের মিষ্টি খাওয়ানোর পাশাপাশি বস্ত্র বিতরণ করতেও দেখা যায় দিলীপবাবুকে।

পাশাপাশি শাসক দলকে কটাক্ষ করে একের পর এক মন্তব্য প্রকাশ করেন তিনি। চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে এদিন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলনে বসে চলেছে সকল চাকরিপ্রার্থীরা। ওদের সাথে সময় কাটানোর ইচ্ছা থাকলেও তা হয়ে ওঠেনি। অবশেষে এদিন চলে এলাম।” পরবর্তীতে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “রাজ্য সরকার বর্তমানে কর্মচারীদের ঠিকমতো বকেয়া ডিএ দিতে পারছে না। কেন্দ্রের তরফ থেকে কোটি কোটি টাকা আসলেও সেই টাকায় বাংলা চালাতে পারছে না সরকার। তাহলে এত টাকা যাচ্ছে কোথায়?”

চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে দিলীপবাবু বলেন, “আপনাদের সম্পূর্ণ অধিকার রয়েছে আন্দোলন চালিয়ে যাওয়ার। সারা বছর ধরে আন্দোলন হচ্ছে। তবে আমরা যেখানে বাস করছি, সেখানে ন্যায় বিচার পাওয়া এক প্রকার মুশকিল। তাই পুজোর সময় আপনারা বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটান।”

Untitled design 2022 08 25T141742.449 1

পাশাপাশি বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা প্রসঙ্গে সরকারের ভূমিকা ইস্যুতে তিনি বলেন, “অসংখ্য চাকরিপ্রার্থী এমন রয়েছেন, যারা যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পায়নি। তাদেরকে চাকরি দেওয়ার মতো ক্ষমতা নেই তৃণমূলের। চাকরিপ্রার্থীদের দাবি যদি অনুচিত হয়, তাহলে তা আগে বলা হয়নি কেন? আন্দোলনের নামার পর তাদের এসব বোঝানো হচ্ছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর