‘মাতৃশক্তিকে সম্মান করি’, নতুন মা নুসরতকে শুভেচ্ছা দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্ক: জীবনের নতুন ইনিংস শুরু করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। বৃহস্পতিবার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। হাজারো বিতর্ক, সমালোচনাকে সঙ্গী করেই নিজের সন্তানকে পৃথিবীতে আনলেন তিনি। নেটদুনিয়ার ক্রমাগত কুৎসা সত্ত্বেও সিদ্ধান্ত থেকে নড়েননি নুসরত। তাঁর সন্তান জন্মের পর নতুন মা কে শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।

বৃহস্পতিবার শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। আপাতত মা ও সদ‍্যোজাত দুজনেই ভাল আছে বলে খবর মিলেছে। এদিনই এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের সাংসদ অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে তাঁকে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমরা মাতৃশক্তিকে সম্মান করি। তিনি আমাদের নতুন নাগরিক দিয়েছেন। তাঁর ও সন্তানের সুস্থতা কামনা করি। অভিনন্দন, অনেক অভিনন্দন।” এর আগে অবশ‍্য নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার নিয়ে গেরুয়া শিবিরের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল নুসরতকে।

dilip ghosh1 1613361699 1
সন্তান জন্মের পর শুভেচ্ছা বার্তায় ভেসেছেন নতুন মা নুসরত। শুভ কামনা জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়রা। নুসরতের ইচ্ছা ও সাহসের প্রশংসা করেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও।

তাঁর মতে, ‘বাচ্চা মানুষ করতে গিয়ে অনেকের জীবন নাশ হয়ে যায়। বাচ্চা তো যে কেউ হওয়াতে পারে, মানুষ করতে ক’জন পারে! মানুষ করতে পারলে কুলাঙ্গারে দুনিয়া এত ভরা থাকতো না।’

লেখিকার বক্তব‍্য, ‘নুসরত কার সন্তানের মা হবেন সেটা তার ইচ্ছে। স্পার্ম কার সেটা বড় কথা নয়, তার বাচ্চা নিতে ইচ্ছে করছে, সে নিচ্ছে। গর্ভে যে ধারণ করে, বাচ্চা মূলত তার। এক সময় তো স্পার্মের জন্য পুরুষের ওপর নির্ভর করতে হবে না। মেয়েদের স্টেম সেল থেকে স্পার্ম তৈরি হতে পারে, মেয়েদের বোন ম্যারো থেকে স্পার্ম তৈরি হতে পারে।’

no one should comment on my dress faith is beyond attire nusrat jahan
এখানেই থামেননি তিনি। নুসরতের পক্ষ নিয়ে তসলিমা বলেন, ‘মেয়েরা তো সামাজিকভাবে দাসিবাঁদি হয়ে আছে। তবে টিকে থাকার বেলায় মেয়েরা এগিয়ে আছে। নুসরত প্রতিষ্ঠিত মেয়ে। কারো দাসিবাঁদি নয়। নিজের ইচ্ছের মূল্য দিতে জানে। সে তার সন্তানকে ভালো মানুষ করবে, এ আমার বিশ্বাস।’

নুসরত নাকি তাঁর চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন সন্তান জন্মের সময় যশ যেন তাঁর পাশে উপস্থিত থাকতে পারেন। সেই মতো যশকে সঙ্গে নিয়েই হাসপাতালে গিয়েছিলেন নুসরত‍। তাঁর কথা রেখে সন্তান জন্মের সময় অভিনেত্রীর পাশেই নাকি ছিলেন যশ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর