পার্থ ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্নর ফ্ল্যাটে উদ্ধার দিলীপ ঘোষের দলিল! CBI-র সিজারলিস্ট নিয়ে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামের ডিড। দলিলে নাম থাকা দিলীপ ঘোষ যে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাছাড়া, সংবাদমাধ্যমের সামনে প্রসন্নর হাতে দলিল দেওয়ার কথা এক রকম স্বীকারও করে নিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

এসএসসি দুর্নীতিতে টাকা লেনদেনের অন্যতম মিডলম্যান তথা দালাল প্রসন্ন রায়কে সিবিআই গ্রেফতার করেছে অনেক আগেই। সাধারণ রঙ মিস্ত্রি থেকে প্রসন্ন কীভাবে বিরাট সম্পত্তির মালিক হয়ে ওঠেন তাও সকলের জানা। কিন্তু সেই প্রসন্নর বাড়িতেই দিলীপ ঘোষের দলিলের খোঁজ মেলায় হতবাক সকলেই।

সিবিআই আদালতে সিজার লিস্ট জমা দিয়েছে। প্রসন্নর নিউটাউনের আবাসন থেকে কী কী তারা পেয়েছিল তার তালিকা জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই তালিকার ৮ নম্বর পয়েন্টে রয়েছে, প্রসন্নর বাড়ি থেকে পাওয়া গেছে দিলীপ কুমার ঘোষের নামের ডিড।

জানা যাচ্ছে, শৌভিক মজুমদার নামের একজনের থেকে দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার একটি জমি কেনেন। সেই ডিডটি মিলেছে প্রসন্নর বাড়িতে। প্রশ্ন উঠছে, দিলীপের সম্পত্তির দলিল প্রসন্নর বাড়িতে এল কিভাবে?

এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, একটা সময়ে ওই আবাসনে তিনি থাকতেন। প্রসন্ন যে কী কাজ করেন তা তাঁর ঠিক জানা ছিল না। বিদ্যুতের সংযোগ সংক্রান্ত বিষয়ের জন্য দলিলটি তিনি দিয়েছিলেন প্রসন্নকে।

দিন চারেক আগে শান্তিপ্রসাদ সিনহাদের আদালতে তোলা হয়। তখন তিনি আদালতে একটি বিষয়ে চিৎকার করে বিচারকের বলতে থাকেন। এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান বলেন, সিবিআই সিজার লিস্ট কেন আদালতে জমা দিচ্ছে না? তারপর দিন তিন-চারেকের মধ্যেই সিবিআই তা জমা দেয় আদালতে। তাতে দেখা গেল দিলীপ ঘোষের দলিলের কথা রয়েছে।

যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। দালাল প্রসন্নর বাড়িতে দিলীপের দলিল মেলায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে তৃণমূল। এই ঘটনা বিজেপির কাছেও বেশ কিছুটা অস্বস্তির বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর