বিখ্যাত টিভি সিরিয়ালের ডায়রেক্টর পেট চালাতে বিক্রি করছেন সবজি, দুর্দশা দেখে কেঁদে উঠবে মন

বাংলা হান্ট ডেস্কঃ অনেক কয়েকটি বিখ্যাত টিভি সিরিয়াল আর সিনেমার ডায়রেকশন করা ডায়রেক্টর রামবৃক্ষ গৌড় আজ ঠ্যালা গাড়ি করে সবজি বিক্রি করতে বাধ্য হয়েছে। এক থেকে এক বড় শিল্পীকে নিজের ইশারায় হাঁসানো আর কাঁদানো ডায়রেক্টর আজ পেট চালানোর জন্য সংঘর্ষ করে চলেছে। রিল লাইফে চকমকে জীবন যাপন করা ডায়রেক্টরের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে, এখন নিজের আর পরিবারের পেট চালাতে সবজি বিক্রি করতে হচ্ছে।

2 32

যদিও এই পরিস্থিতিতে পড়েও ডায়রেক্টর রামবৃক্ষ বলছেন, রিল আর রিয়েল দুটো লাইফই চলে। সন্তানদের পরীক্ষা সম্পূর্ণ করানোর জন্য গ্রামে আসা রামবৃক্ষ লকডাউনের পরেও আর মুম্বাই যেতে পারছেন না। পরিবারের দায়িত্ব এমন ভাবে জড়িয়ে ধরেছে ওনাকে যে, মুম্বাইয়ে সিনেমার কাজ বন্ধ হওয়ায় এখন তিনি বাধ্য হয়ে সবজি বিক্রি করছেন।

4 2

মিডিয়ার সাথে কথা বলার সময় রামবৃক্ষ নিজের পরিস্থিতি সম্বন্ধ্যে অবগত করান। তবে তিনি আশাবাদী যে, আবারও পরিস্থিতি স্বাভাবিক হবে। ডায়রেক্টরের স্ত্রী অনিতা গৌড় বলেন, পরিস্থিতি এখন খারাপ আছে দুঃখ নেই, আজ নয় তো কাল আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। রামবৃক্ষের বড় মেয়ে নেহা জানায়, পরিস্থিতি আবারও স্বাভাবিক হলে মুম্বাইতে গিয়ে বন্ধুদের সাথে স্কুলে পড়াশোনা করতে পারব।

5

২৫ এর বেশি টিভি সিরিয়াল আর সিনেমায় ডায়রেকশন করা রামবৃক্ষ জানান, লকডাউনে ওনার জীবনের ধারা বদলে গিয়েছে। এতটাই খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে যে, সবজি বিক্রি করতে বাধ্য হয়েছি। রামবৃক্ষ বালিকা বধুর মতো বিখ্যাত সিরিয়ালের ডায়রেক্টর ছিলেন। এছাড়াও জ্যোতি, কুছ তো লোক কেহেঙ্গে, সুজাতার মতো সিরিয়ালে নির্দেশক হিসেবে কাজ করেছেন। উনি সিনেমা ইন্ডাস্ট্রিতে ২২ বছর কাটিয়েছেন।

7

ওনার এই দুর্দশার কথা ওনার গৃহ রাজ্য উত্তরপ্রদেশের আজমগড় জেলায় ছড়িয়ে পড়েছে। ওনার দুর্দশা দেখে অনেকেই চোখের জল ফেলছেন ঠিকই, কিন্তু কারোর তেমন কিছু করার নেই। কারণ এই লকডাউনে সবাই এরকম পরিস্থিতির সন্মুখিন। সবাইকেই জীবন যাপন করতে এখন সংঘর্ষ করতে হচ্ছে।

6

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর