কেউ আট তো কেউ আশি কোটি! অ্যাটলি-রোহিতদের পারিশ্রমিক দেখলে চোখ কপালে উঠবে

বাংলা হান্ট ডেস্ক : গত ৭ সেপ্টেম্বরই বড়পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ‘জওয়ান’ (Jawan)। ছবিটি পরিচালনা করেছেন তামিল পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar)। অ্যাটলি পারিশ্রমিকের কথা বললে কানাঘুষো শোনা যায়, ‘জওয়ান’ ছবির জন্য কম পারিশ্রমিক নিয়েছেন অ্যাটলি। সাধারণত অ্যাটলির পারিশ্রমিক ৫২ কোটি টাকা হলেও ‘জওয়ান’ ছবির জন্য তিনি নিয়েছেন প্রায় ৩০ কোটি টাকা। বলিপাড়ার বাকি পরিচালকদের আয় (Salary) কত?

রোহিত শেঠি (Rohit Shetty) : দীর্ঘ কেরিয়ারে একাধিক হিন্দি ছবি পরিচালনা করেছেন রোহিত শেঠি। শোনা যায় একটি ছবি পরিচালনা করার জন্য প্রায় ১৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রোহিত শেঠি।

101757449

রাজকুমার হিরানি (Rajkumar Hirani) : চলতি বছরে সর্বোচ্চ উপার্জনকারী বলি পরিচালকদের তালিকায় শীর্ষে নাম লিখিয়েছেন রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’র মতো হিট ছবি পরিচালনা করেছেন রাজকুমার। সূত্রের খবর, ৭০ থেকে ৮০ কোটি টাকা পারিশ্রমিক নেন এই পরিচালক।

সঞ্জয় লীলা বানসালি (Sanjay Leela Bhansali) : ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো একাধিক হিট ছবি রয়েছে তার ঝুলিতে। শোনা যায় একটি ছবি পরিচালনা করার জন্য ৫০ থেকে ৫৫ কোটি টাকা নিয়ে থাকেন সঞ্জয় লীলা বানসালি।

sanjay leela bhansali reveals about devdas climax 01

সিদ্ধার্থ (Sidharth) : ‘পাঠান’ পরিচালকও পিছিয়ে নেই। ‘ওয়ার’ এবং ‘অনজানা অনজানি’র মতো হিট ছবি বেরিয়েছে সিদ্ধার্থের হাত ধরে। জানা যাচ্ছে, ছবিপিছু ৭৫ থেকে ৮০ কোটি টাকা উপার্জন করেন সিদ্ধার্থ।

pathan director siddharth anand slapped 1

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) : ‘হেট স্টোরি’, ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো হিট ছবি রয়েছে বিবেক অগ্নিহোত্রীর ঝুলিতে। শোনা যাচ্ছে এক একটি ছবির জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন বিবেক।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর