বাদ হয়ে গিয়েছিলেন ভারতীয় দল থেকে! IPL-এ দুর্দান্ত খেলে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন এই ৪ তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগ তারকাই ব্যস্ত আইপিএল (IPL 2023) নিয়ে। মিলিয়ন ডলার লিগ শেষ হওয়া মাত্র তাদের মধ্যে অনেকেই উড়ে যাবে ইংল্যান্ডের মাটিতে। সেখানে ৭ই জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) মাঠে নামবে ভারতীয় দল (Team India) এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দুর্দান্ত অস্ট্রেলিয়া। তারপর ঘরের মাটিতেই বছরের শেষ দিকে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)।

তার আগে আইপিএলে দুর্দান্তভাবে কিছু তারকা এমন পারফরম্যান্স করছেন যে তাদেরকে নিয়ে হয়তো ভবিষ্যতে ভাবতে বাধ্য হবে ভারতীয় দলের নির্বাচনরা। এই প্রতিবেদন সেই চার তারকাকে নিয়ে যারা অসাধারণ পারফরম্যান্স করে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের আগে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ভারতীয় দলে ফিরে আসার দাবি রাখছেন।

rahane hc

অজিঙ্কা রাহানে: মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে রান করার পর এবার আইপিএলের মানুষের সিএসকের জার্সি গায়ে এবং নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই তারকা। ২০২২ সালে ধারাবাহিকতার অভাবের কারণে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে এবং ইংল্যান্ডের মাটিতে তার রেকর্ডের কথা মাথায় রেখে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে দলে ফেরানোর কথা ভাবতেই পারেন নির্বাচকরা।

ruturaj g

রুতুরাজ গায়কোয়াড: ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন। কিন্তু যেটুকু সুযোগ তিনি ভারতীয় দলের হয়ে পেয়েছেন তাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি। অবশ্য ধারাবাহিকভাবে তাকে কোনদিনও সুযোগ দেওয়া হয়নি। তবে চলতি আইপিএলে সিএসকের শুরুর দিকে তার যা পারফরম্যান্স তা দেখে বিশ্বকাপের আগে এবার তাকে নিয়ে আবার ভাবতে বাধ্য হবে নির্বাচকরা।

vijay shankar

বিজয় শঙ্কর: ২০১৯ সালের বিশ্বকাপের স্কোয়াডেও তিনি যেন আকস্মিকভাবে শেষদিকে কিছু ভালো ইনিংস খেলে সুযোগ পেয়েছিলেন। এবারে অন্তত আইপিএলের মঞ্চে তিনি ফের নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করে দিয়েছেন। গুজরাট টাইটান্সের জার্সিতে তিনি বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন। দলের প্রয়োজনে বোলিং করার ক্ষমতা রাখেন তিনি। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কে বলতে পারে দেশের মাটিতেও বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না তিনি?

Venkatesh Iyer

ভেঙ্কটেশ আইয়ার: ভারতীয় দলে মাঝে সুযোগ পেয়েছিলেন কিন্তু ধারাবাহিকতার অভাবে ছিটকে গিয়েছেন। চলতি মরশুমে কেকেআরের জার্সিতে তাকে কিছুটা সপ্রতিভই দেখাচ্ছে। ব্যাট হাতে কিছু অত্যন্ত চমকপ্রদ ইনিংস খেলেছেন তিনি। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপের আগে ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়ার আশা করতেই পারেন তিনি।

dhawan

শিখর ধাওয়ান: কিছুদিন আগে নিজেই বলেছিলেন তিনি নির্বাচক হলে নিজের বদলে শুভমান গিলকে ভারতীয় দলে সুযোগ দিতেন। কিন্তু তারপর থেকে যেন মেজাজে বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেটের গব্বরের। এই মুহূর্তে আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দুরন্ত ছন্দে রয়েছেন ধাওয়ান। শেষ ম্যাচে অল্পের জন্য হাতছাড়া করেছেন শতরান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবথেকে এগিয়ে থাকা ক্রিকেটার তিনি। ভারতীয় দলে তার প্রত্যাবর্তন দেখলে কেউই অবাক হবেন না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর