ইউএস ওপেন থেকে বহিষ্কৃত জোকোভিচ কাতরকণ্ঠে ক্ষমা চাইলেন সকলের কাছে, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ এবারের ইউএস ওপেন দুর্দান্ত ভাবে শুরু করেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছিলেন তিনি। কিন্তু মাঝপথে ছন্দ কাটলো। চতুর্থ রাউন্ডে জোকোভিচ মুখোমুখি হয়েছিলেন স্পেনের পাবলো ক্যারেনো বাস্তার সঙ্গে। সেই ম্যাচ চলাকালীন হঠাতই মহিলা জজের দিকে সজোরে বল ছুড়ে মারেন জোকোভিচ। বল গিয়ে লাগে সেই মহিলা জজের গলায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে জোকোভিচ সেই মহিলা জজের দিকে এগিয়ে যান এবং ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ম্যাচের সুপারভাইজার দীর্ঘক্ষন আলোচনা করার পর ইউএস ওপেন থেকে জকোভিচকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। কিন্তু অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন জোকোভিচ।

https://www.instagram.com/p/CE0AzAOH2cp/?igshid=1tuvubr7ft4k4

সাধারণত গ্র্যান্ড স্লামের নিয়মে বলা হয়ে থাকে কোন খেলোয়াড় কোন অবস্থাতেই তার প্রতিপক্ষ খেলোয়াড়, ম্যাচের জজ, টুর্নামেন্টের সাথে যুক্ত কোনো ব্যাক্তি এবং দর্শক কাউকেই শারীরিক ভাবে কোন আঘাত করতে পারবেন না। আর এই ভুলটিই করে ফেলেন সার্বিয়ান তারকা। এর ফলে তাকে সরাসরি টুর্নামেন্ট থেকে বহিষ্কার করতে বাধ্য হয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এই ঘটনার পরই বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ নিজের ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেছেন, ” এটা আমার অনিচ্ছাকৃত ভুল ছিল। তবে গোটা ঘটনায় আমি দুঃখিত। আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। ইউএস ওপেনের সঙ্গে যুক্ত সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর