বিজেপির বুকিং-এ নবান্ন অভিযানে গিয়েছিল ডিএন-৪৪ রুটের বাস, অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত হল গাড়ি

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার বিজেপির (Bharatiya Janata Party) নবান্ন অভিযান ছিল। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সেদিন উপস্থিত হয়েছিলেন কলকাতার রাস্তায়। উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। ছিলেন দলীয় আরও গণ্যমান্য সদস্যরা।

বরখাস্ত হল রুটের বাস
এই অভিযানে যোগ দিতে বনগাঁ (Bangaon) থেকেও সদস্যরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারা সেখানে পৌঁছাবার জন্য বিজেপি যুব মোর্চার বনগাঁ পৌর মণ্ডলের তরফে ডিএন-৪৪ রুটের দুটি বাস ভাড়া নেওয়া হয়েছিল। সেই বাস তাদের সঠিক সময় সঠিক স্থানে পৌঁছে দিলেও, শুক্রবার সকাল থেকে আর রোজ দিনের মতো ভাড়ায় বেরোতে পারল না। অনিদির্ষ্ট কালের জন্য বরখাস্ত হতে হল বাস দুটিকে।

bus 3

অপরাধ- রুটে থাকার সময়, ওই বাস দুটি রিজার্ভে গিয়েছিল। বাস মালিক সংগঠনের নিয়ম উলঙ্ঘন করে বাস মালিকেরা কিছু না জানিয়েই চলে গিয়েছিল। এবিষয়ে এক বাস মলিক নিত্য সাহা বলেছেন, ‘পড়ার ছেলেরা বাস ভাড়া চাওয়ায় আমি দিয়েছিলাম। রুটকে না জানিয়ে ভাড়ায় দেওয়াটা অন্যায় হয়েছে’।

সরব বিজেপি নেতা
ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল জানিয়েছেন, ‘বিজেপির অভিযানে যাওয়ার কারণেই মালিক সংগঠন তৃণমূলের চাপে বাস দুটিকে বরখাস্ত করেছে, একথা সকলেই বুঝতে পারছেন। ওই দুটি বাসের মালিকেরা যা বলছে, তারা সমস্তটাই ভয়ে বলছে এখন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলার গণতন্ত্রের হাল মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইচ্ছে করেই বাস দুটিকে বসিয়ে দেওয়া হয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর