আবার কেরালা! টেপ দিয়ে মুখ বন্ধ করে অমানবিক নির্যাতন কুকুরকে, ১৪ দিন খেতে পায়নি জলও

বাংলাহান্ট ডেস্কঃ কেরালার (kerala) হাতিটির মৃত্যুতে কেঁদেছিল গোটা ভারত। ফের একবার পশু অত্যাচারের খবর এল সেই কেরালা থেকেই। মুখে টেপ জড়িয়ে ১৪ দিন রেখে দেওয়া হল একটি কুকুরকে। ক্ষুধায় তৃষ্ণায় মৃতপ্রায় কুকুরটিকে উদ্ধার করে পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সার্ভিসের (প’স) সদস্যরা। ঘটনাটি ভাইরাল হতেই নেটদুনিয়ার সব স্তর থেকেই প্রতিবাদ উঠে এসেছে।

কয়েকদিন আগে, কেরলের মালাপ্পুরম জেলায় বাজিভর্তি আনারস খাইয়ে হত‍্যা করা হল এক গর্ভবতী হাতিকে। সেই ঘটনার ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। সাধারন মানুষ থেকে তারকা সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন এই পাশবিক ঘটনা দেখে। আঁকা ছবি, কার্টুন, লেখায় বারে বারে উঠে আসছে হাতিটির প্রতি মানুষের অত‍্যাচারের কথা।

images 2020 06 10T150746.074

বেশ কয়েকবার ফোন পেয়ে পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সার্ভিসের (প’স) সদস্যরা গিয়ে দেখেন, রাস্তার কোনে বসে আছে এক মৃতপ্রায় কালো কুকুর। তার মুখে শক্ত করে জড়িয়ে দেওয়া হয়েছে টেপ। যার ফলে চারপাশের চামড়া বসে গিয়ে হাড় ফুটে উঠেছে। ঐ সংস্থার সদস্যদের ধারনা, প্রায় ১৪ দিন এই ভাবে ছিল কুকুরটি৷ খেতে পায়নি জলটুকুও।

কুকুরটিকে উদ্ধার করে তাকে জল খেতে দিলেই সে গোগ্রাসে জল খেতে শুরু করে। সম্ভবত কুকুরটি হারিয়ে গিয়েছিল। তারপর একদল অমানবিক লোক তার ওপর নির্যাতন করে। তবে বর্তমানে কুকুরটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন সুস্থ হয়ে উঠেছে বলেই খবর। তবে কুকুরটিকে উদ্ধার না করা হলে, ক্ষুধায় তৃষ্ণায় সে মারা যেতে পারত এমন কথাই বলছেন সংস্থার সদস্যরা।

সম্পর্কিত খবর