মোদী আবারও ক্ষমতায় আসতেই খারাপ খবর দেশবাসীদের জন্য

বাংলা হান্ট ডেস্ক: বাণিজ্যে ভারত কে দেওয়া বিশেষ একটি সুবিধা বন্ধ করে দিতে চলেছে। ভারত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্য সুবিধা প্রাপ্ত দেশ গুলির মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র। একে বলা হয় জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি। এই সুবিধা পাওয়ার ফলে ভারত সাড়ে পাঁচ বিলিয়ন ডলার মূল্যের পণ্য সে দেশে আমদানি করতে পেরেছিল।
3620b images 7
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বিবৃতিতে জানান ভারতের বাজার সহজ শর্তের বিনিময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুলে দেবে এমন কোন নিশ্চয়তা দেয়নি তাই ভারতকে বিশেষ সুবিধা দেওয়া বন্ধ হয়ে যাবে।

যদিও এ নিয়ে কড়া অবস্থান নিয়েছে ভারত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কুড়িটি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেবে অনেকটাই।

অন্যদিকে ভারতের ওপর থেকে অসুবিধে যত তুলে নেয়া না হয় তার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে আবেদন করেছেন কুড়িজন মার্কিন সংসদ।

সম্পর্কিত খবর