আবহাওয়ার পূর্বাভাসের মত তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা না করে করোনা বিধি পালন করুন, বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

বাংলা হান্ট ডেস্কঃ করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিপর্যস্ত ভারত। বিশেষত দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের। গবেষকদের মতে, সম্ভাবনা রয়েছে তৃতীয় ঢেউয়ের (covid third wave) আগমনেরও। এবার এই তৃতীয় ঢেউ নিয়েই বড় বয়ান দিল স্বাস্থ্যমন্ত্রক (health ministry )।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল (Lav Agarwal) এদিন বলেন, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো প্রতিদিন কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা চলছে। অথচ এই তৃতীয় ঢেউ যে কি সেই ব্যাপারে সঠিক ধারণা নেই কারোরই। আসলে মানুষ যদি নিয়মকানুন না মানেন, বারবার কোভিড বিধি ভঙ্গ করেন তাহলে সেটাই হয়ে উঠবে তৃতীয় ঢেউয়ের বড় কারন।

এদিন একইসঙ্গে দ্বিতীয় ঢেউয়ের জন্য মানুষের অসচেতনতাকেই দায়ী করেন তিনি। তার মতে, দ্বিতীয় ঢেউয়ের আগে আনলক পিরিওডে রীতিমতো অসচেতন হয়ে পড়েছিল মানুষজন। মাস্ক পরা, সোশ্যাল ডিসটেন্স, কিছুই সে সময় ভালোভাবে পালন করা হয়নি। মানুষের এই অসচেতনতাই দ্বিতীয় ঢেউকে এতো মারাত্মক করে তুলেছে। লক্ষ্য লক্ষ্য মানুষ প্রাণ হারিয়েছেন।

একইসঙ্গে তিনি জানান, এবারও অসচেতন হয়ে পড়ছে জনতা। পর্যটন কেন্দ্রগুলিতে থিকথিক করছে ভিড়। শুধু তাই নয়, করোনা বিধিও পালন করছে না মানুষ। এমনকি বাজারে, শপিং মলেও চূড়ান্ত ভিড়। এভাবে চলতে থাকলে আগামী দিনে তৃতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠতে পারে এই অসচেতনতাই। তাই আবহাওয়ার পূর্বাভাসের মত তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা না করে সচেতনভাবে কোভিড গাইডলাইন পালন করা দরকার।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর