অযথা ভারতের দিকে আঙুল তুলবেন না, ইংরেজ মিডিয়াকে আয়না দেখালেন পিটারসন

বাংলা হান্ট ডেস্কঃ কোভিডের কারণে ইংল্যান্ড সফরে ভারতের পঞ্চম টেস্ট বাতিল হওয়ার পর থেকেই ইংরেজ মিডিয়া এবং সমর্থকরা এই নিয়ে ভারতের দিকে আঙুল তুলতে শুরু করেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা সময় এমনও টুইট করা হয় যে ভারত ম্যাচটি ছেড়ে দিয়েছে, পরবর্তী ক্ষেত্রে অবশ্য এই টুইটটি ডিলিট করা হয়। যার জেরে এই মুহূর্তে সরগরম ক্রীড়া মহল। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর তারা এই টেস্টটি খেলতে রাজি। কিন্তু ইংরেজ সংবাদমাধ্যমে বিতর্ক থামছে না।

এর মাঝেই এবার বড় বয়ান দিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটারকে কেভিন পিটারসন। পিটারসন এর আগেও একাধিক সময় ভারতের হয়ে কথা বলেছেন। এবার ফের একবার ইংরেজ মিডিয়াকে এবং সমর্থকদের আয়না দেখালেন তিনি। ২০২০ সালে সমগ্র বিশ্ব যখন কোভিড ভয়ে জর্জরিত, ইংল্যান্ড দল গিয়েছিল সাউথ আফ্রিকা সফরে। কিন্তু দুজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় সেই সফর মাঝপর্বেই বাতিল করে চলে এসেছিল তারা। তাতে প্রভূত ক্ষতি হয়েছিল সাউথ আফ্রিকান ক্রিকেটের। এবার কার্যত সেকথাই ইংরেজ মিডিয়াকে মনে করিয়ে দিলেন পিটারসন।

এদিন নিজের একটি টুইটে তিনি লেখেন, “ইংল্যান্ডও করোনাভাইরাসের ভয়ে দক্ষিণ আফ্রিকা সফর পরিত্যাগ করেছিল এবং এটি ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের বড় ক্ষতি, তাই আঙুল তুলবেন না!” করোনা এমন একটি মহামারী, যে ক্ষেত্রে কারও কিছু করার নেই। এই মুহূর্তে খেলা চালিয়ে গেলে স্বাভাবিকভাবেই তা ঝুঁকির কারণ হতে পারত। আর সেই কারণেই তৎপরতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

https://twitter.com/KP24/status/1436242834378698755?s=19

কিন্তু এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই নানা রকম বিতর্ক শুরু করেছে ইংরেজ মিডিয়া। এমনকি অফিসিয়ালি এও জানানো হয়নি যে সিরিজ কারা জয় করল? যদিও মনে রাখতে হবে ইংল্যান্ড ম্যানচেস্টার জয় করলেও সিরিজ হারের কোন সম্ভাবনা ছিল না ভারতের, বড়জোর তা ড্র হত। কিন্তু এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে লড়াই করা ইংল্যান্ডের পক্ষে যে কঠিন হত এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর