রোজা খোলার পর ডঃ তৌসিফ দান করলেন প্লাজমা, বললেন ‘জীবন বাঁচানোর থেকে আর বড় কোন কাজ নেই”

বাংলা হান্ট ডেস্কঃ লখনউ এর কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে (KGMU) প্লাজমা থেরাপি শনিবার থেকে শুরু হয়েছে। শনিবার রমজান মাসের প্রথম দিন ছিল। প্লাজমা ডোনেশনে সাম্প্রদায়িক সম্প্রীতি চোখে পড়ে। প্রথম দিন রোজা খোলার পর KGMU এর রেসিডেন্ট ডাক্তার তৌসিফ প্লাজমা ডোনেট করেন। আরও কয়েকজন প্লাজমা দান করার জন্য রাজি হয়েছেন, খুব শীঘ্রই তাদেরও প্লাজমা নিয়ে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা শুরু হবে।

dr 1

করোনায় গুরতর অসুস্থ রোগীদের জয় প্লাজমা থেরাপি সঞ্জীবনীর মোট কাজ করছে, ভাইরাসের প্রকোপে আসা ব্যাক্তি এই থেরাপির পর সুস্থ হওয়া শুরু করেছে।

ডঃ তৌসিফ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর ভেবেছিলাম আমার জীবন শেষ, কিন্তু ডাক্তারদের চিকিৎসা আর উপরওয়ালার দয়ায় আমি বেঁচে উথেছি। এবার অন্যদের জীবন বাঁচানো আমার প্রধান কর্তব্য। আমার প্লাজমা থেকে যদি অন্য কারোর জীবন বাঁচতে পারে, তাহলে আমি প্লাজমা দেবো না কেন? মানবধর্ম পরম ধর্ম, আর জীবন বাঁচানোর থেকে আর বড় কোন কাজ নেই।

আপনাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত ভারতে ২৭ হাজার ৮৮৬ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মোট সংক্রমণের মধ্যে ২০ হাজার ৪৮৩ টি মামলা সক্রিয়। এখনো পর্যন্ত গোটা ভারতে মৃত্যু হয়েছে ৮৮০ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫২৩ জন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর