জলের দামে করোনা টেস্ট কিট বাজারে আনছে DRDO, দ্রুতই মিলবে রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) আবহে দেশবাসীর সুরক্ষার পাশাপাশি চিকিৎসাখাতেও নানাভাবে সাহায্য করে চলেছে DRDO। করোনা পরীক্ষার জন্য এক বিশেষ কিট আনছে এই সংস্থা, যা রক্তে অ্যান্টিবডির পরিমাণ দেখে করোনা সংক্রমণ চিহ্নিত করতে সাহায্য করবে।

খুব কম দামেই এই টেস্ট কিট বাজারে আনতে চলেছে DRDO। ICMR  গত এপ্রিল মাসেই এই কিটকে ছাড়পত্র দিয়েছিল। এবার এই কিট বাজারে আনার সম্মতি দিল ড্রাগ কন্ট্রোল। এই অ্যান্টিবডি কিটের নাম ডিপকোভান।

cdvc jhdv

এই পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে লালারস নয়, ব‍্যবহার করতে হবে রক্তের নমুনা। এখানে প্লাজমায় অ্যান্টিবডির পরিমাণ মেপে দেখা হবে। এইভাবে অ্যান্টিবডির পরিমাণ দেখে সংক্রমণের মাত্রা বোঝা যাবে। এমনকি উপসর্গহীন ব‍্যক্তিদের ক্ষেত্রেও সংক্রমণ বোঝা যাবে। খুব সহজেই টেস্ট করা যাবে এই কিটে।

DRDO সূত্রে খবর, দিল্লীর অ্যানগার্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের দায়িত্বে DRDO-র ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালেয়েড সায়েন্স ল‍্যাবরেটরিতে এই টেস্ট কিট তৈরি করা হয়েছে। কোথায় কত পরিমাণ কিট প্রয়োজন তা সার্ভে করে, DRDO-র পক্ষ থেকেই হাসপাতালে হাসপাতালে পৌঁছিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও জানা গিয়েছে, DRDO প্রথমে ১০০ টি কিট বাজারে আনছে। পরবর্তীতে প্রতি মাসে ৫০০ টি করে প্রস্তুতের টার্গেট নিয়েছে তাঁরা। তবে এক্ষেত্রে একটি কিট থেকে প্রায় ১০ হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব। DRDO-র বিশেষজ্ঞদের মতে, অনেক কম সময়ে মাত্র ৭৫ মিনিটেই করোনা রিপোর্ট জানিয়ে দেবে এই কিট। দাম মাত্র ৭৫ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর