মন্ত্রীর গাড়ি এসকর্ট করে নিয়ে যাওয়ার পথে হামলা, মাথা ফাটিয়ে দেওয়া হল ডিএসপি ট্রাফিকের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ছিল পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election)। আর সেই নির্বাচনেই রাজ্য জুড়ে হাজারো কাণ্ড। ঝরলো রক্ত, প্রাণ গেল ১৭জনার। শনিবারই নির্বাচনী ডিউটি সেরে বাড়ি ফেরার পথে হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ডিএসপি ট্রাফিক (Traffic Police Officer) বিপুল বন্দ্যোপাধ্যায়। দুষ্কৃতীরা পাথর দিয়ে পুলিশকর্তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। বর্তমানে মালদা (Malda) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের ইসলামপুরে নির্বাচনের ডিউটি করছিলেন ওই পুলিশকর্তা। তারপর কাজ সেরে রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ তার গাড়িতে হামলা চালানো হয়। তার গাড়ির ওপর চলে পাথর বৃষ্টি। তারপর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম সহ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ।

সূত্রের খবর শনিবার ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোট পরিদর্শন করে ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায় ও দেহরক্ষীরা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের গাড়িকে এসকর্ট করে নিয়ে আসছিলেন। তখনই বস্তা এলাকায় একদল দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা যায়নি কারণ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে সঠিক কোনও তথ্য এখনও মেলেনি। তবে পুলিশের অনুমান, বিহার থেকে দুষ্কৃতী এনে এই হামলার ঘটনা ঘটনো হয়েছে।

vote 2023

অন্যদিকে দুষ্কৃতীদের তাণ্ডব চলাকালীন পাথরের আঘাতে গুরুতর জখম হন ডিএসপি ট্রাফিক। মাথা ফেটে অঝোরে রক্ত ঝরতে থাকে। সেই অবস্থাতেই তাকে নিয়ে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন ডিএসপি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর