লকডাউনের জেরে বিপুল ক্ষতির মুখে স্মার্টফোন কোম্পানিগুলি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মহামারি আটকাতে এই মুহুর্তে লকডাউন দেশের রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি। বন্ধ দেশের অর্থনীতি। প্রতিদিন ক্ষতির পরিমান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিল্প গুলির মধ্যে অন্যতম স্মার্ট ফোনের বাজার। ভারতের ১৩০ কোটি জনগনের একটা বড় অংশ স্মার্ট ফোন ব্যবহার করে। প্রতিদিন বিক্রিত স্মার্ট ফোনের সংখ্যাও কম নয়।

teenager technology millennial community cellphone smartphones millenial b913ac8c f17c 11e9 be9e d0f913dac911

অর্থনৈতিক অচলাবস্থার কারনে এই মুহুর্তে বন্ধ স্মার্টফোন কেনাবেচা। লকডাউন উঠলেও ক্ষতিগ্রস্থ মানুষ স্মার্ট ফোনের মত বিলাস দ্রব্য কিনতে কতখানি আগ্রহ দেখাবে সেটাও প্রশ্নের মুখে। সব মিলিয়ে চরম সংকটের মুখে স্মার্টফোন বাজার।

বিশেষজ্ঞরা অনুমান করছেন যে এই খাতটি প্রায় 1,500 কোটি ভারতীয় টাকা লোকসানের দিকে এগিয়ে চলেছে। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মহিন্দরুর মতে, “লকডাউনের কারণে এই শিল্পটির প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হতে পারে। এটি বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে। আমরা আমাদের সদস্যদের সাথে কথা বলছি এবং এর প্রভাব হ্রাস করার জন্য সরকারের কাছে যোগাযোগ করছি। ”
পাশাপাশি কেবল বড় সংস্থা গুলি নয় ছোট ছোট যন্ত্রাংশ নির্মাণ কারী সহায়ক সংস্থাও পড়ছে বিপুল ক্ষতির মুখে। সব মিলিয়ে দিনে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা ক্ষতি হচ্ছে স্মার্ট ফোন শিল্পে।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড হয়েছে।ভারতের পাশাপাশি পৃথিবীর বহু দেশে চলছে লকডাউন

 

সম্পর্কিত খবর