দেশজুড়ে চলবে ব্যাঙ্ক হরতাল, ATM থেকেও তুলতে পারবেন না টাকা!

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শেষ সপ্তাহেই ব্যাঙ্কের গ্রাহকেরা বড়সড় সমস্যার মুখোমুখি হতে পারেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাঙ্ক ইউনিয়ন ২ দিনের জন্য ধর্মঘটের (Bank Strike) সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। আর এই ধর্মঘটের কারণেই ATM থেকে টাকা তোলা থেকে শুরু করে একাধিক পরিষেবা প্রভাবিত হতে পারে।

৪ দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে: মূলত, ব্যাঙ্ক ইউনিয়ন ৩০ ও ৩১ জানুয়ারি এই ধর্মঘটের ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে, আগামী ২৮ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আবার ২৯ জানুয়ারি, রবিবারের কারণে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে। এমতাবস্থায়, ব্যাঙ্ক সংক্রান্ত প্রয়োজনীয় কাজগুলি শুক্রবারের মধ্যে শেষ করতে না পারলে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে।

কেন হচ্ছে ধর্মঘট: সম্প্রতি মুম্বাইতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)-র একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ব্যাঙ্ক ইউনিয়নগুলি দুই দিনের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। মূলত, তাদের কাঙ্ক্ষিত দাবি পূরণে সরকারকে চাপ দিতেই ব্যাঙ্ক ইউনিয়নগুলি এই ধর্মঘটের পথে হেঁটেছে।

ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ ৫ দিনের করতে হবে: এই প্রসঙ্গে তথ্য প্রদান করে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন যে, ইউনাইটেড ফোরামের একটি বৈঠক হয়েছে। যেখানে ২ দিনের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি হল, ব্যাঙ্কিং কাজ ৫ দিনের করতে হবে। এর পাশাপাশি পেনশনও আপডেট করতে হবে।

bank closed for 6 days

বেতন বাড়ানোর দাবি: সেই সঙ্গে কর্মচারীদের দাবি হল, এনপিএস বাতিল করে বেতন বৃদ্ধির জন্য আলোচনা করা হোক। এছাড়াও, সব ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিও উঠেছে। আর এইসব দাবির পরিপ্রেক্ষিতেই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর