দার্জিলিং, কালিম্পং তো অনেক হল! ডুকা ভ্যালিতে ঘুরেছেন কখনও? গরমে না গেলেই বড়সড় লস

বাংলাহান্ট ডেস্ক : বৈশাখের শুরুতেই সূর্যের ঝোড়ো ব্যাটিং। গোটা পশ্চিমবঙ্গ নাজেহাল তীব্র গরমে। অনেকেই এয়ার কন্ডিশনের মাধ্যমে কৃত্রিমভাবে একটু স্বস্তি খুঁজছেন। তবে আপনারা যদি এই গরমের মাঝে একটু শান্তির ঠিকানা খোঁজেন, তাহলে বেরিয়ে পড়তে হবে উত্তরবঙ্গে। গরমকালে উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।

তবে গরমকালে পাহাড় ভ্রমন বলতেই আমাদের মাথায় আসে দার্জিলিং কিংবা সিকিমের নাম। কিন্তু এইসব পাহাড়ি জায়গায় থিক থিক করছে মানুষের ভিড়। তাই অনেকেই চাইছেন নাম না জানা কোনও অফবিট জায়গায় কয়েকটা দিন কাটিয়ে আসতে ঠান্ডা মনোরম পরিবেশে। আজ আমরা আপনাদের তেমনই একটি জায়গা সম্পর্কে জানাতে চলেছি।

আরোও পড়ুন : এবার খালি সিটের লিস্ট দেখাবে রেল! বুকিং করতে পারবেন মনের মত জায়গা, নয়া সুবিধা IRCTC’র

কালিম্পং-এর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ডুকা ভ্যালি। অনেকেই এই জায়গাটি সম্পর্কে জানেন না। তাই এখানে পর্যটকদের ভিড়ও অপেক্ষাকৃত অনেকটাই কম। শান্ত-সবুজ ঠান্ডা পরিবেশে তাই আপনারা এখানে কয়েকটা দিন নিশ্চিন্তে ছুটি কাটাতে পারবেন। এখানে আসার জন্য আপনাদের প্রথমে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি।

আরোও পড়ুন : চারিদিকে ধোঁয়া, ধোঁয়া! ব্যান্ডেল লোকালে অগ্নিকাণ্ড, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন ডুকা ভ্যালি। খুব একটা পর্যটকদের ভিড় এখানে না হলেও বেশ কয়েকটা হোমস্টে রয়েছে থাকার জন্য। এই হোমস্টেগুলিতে রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা। এই সুন্দর জায়গাটির যেদিকেই চোখ রাখবেন সেখানেই দেখতে পাবেন সবুজ পাহাড়। মাথার উপর দিয়ে ভেসে যাবে সাদা মেঘ।

387000048 300379329405212 9208513207934204446 n

 

বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হবে তখন উপভোগ করতে পারবেন অপার্থিব দৃশ্যের। মনোরম আবহাওয়ার মধ্যে রাত্রিবেলা ঝিঁঝিঁ পোকার ডাকে কখন হারিয়ে যাবেন ঘুমের দেশে তা বুঝতেই পারবেন না। কোলাখাম, মারুনগাঁও, লাভা, রিশপ ও দাঁড়াগাঁও খুব কাছে এই জায়গা থেকে। যদি সময় থাকে তাহলে এই জায়গাগুলি থেকেও ঘুরে আসতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর