বাংলা হান্ট ডেস্কঃ সোমবার লোকসভা অধিবেশনের মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়েন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। জানা যাচ্ছে,এদিন লোকসভা থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছিলেন দমদমের এই তৃণমূল সাংসদ। এরপর আচমকাই অসুস্থতা বোধ করতে শুরু করেন তিনি। হঠাৎ করেই প্রচন্ড ঘামতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয় তাঁর জন্য। তাতে করেই তাঁকে গাড়ি পর্যন্ত আনা হয়। এরপর কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এখন কেমন আছেন তিনি?
কেমন আছেন সৌগত রায় (Sougata Roy)?
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে আরএমএল হাসপাতালের কার্ডিওলজিস্ট তাঁর চিকিৎসা করছেন। জানা যাচ্ছে, তাঁর ইসিজি রিপোর্ট ইতিমধ্যেই স্বাভাবিক এসেছে। তবে এখনও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করা বাকি রয়েছে তাঁর। এই মুহূর্তে তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ‘এই রাজ্যে হিন্দুদের জনজাতি নিয়ে সরকার গড়ব’, হুঙ্কার শুভেন্দুর
বর্তমানে তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,জুন মালিয়া, প্রতিমা মণ্ডল, এবং আবু তাহেররা। জানা যাচ্ছে,কোমরে চোট রয়েছে সৌগত বাবুর (Sougata Roy)। বেল্ট পরে না আসার কারণেই নাকি আচমকা বেড়ে গিয়েছিল তাঁর কোমরের ব্যথা। সেই সময় আরও কয়েকজন সাংসদ তাঁর সঙ্গে ছিলেন। গতকাল বিকেলের দিকে তিনি প্রচন্ড ঘামতে থাকায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে সংসদের অ্যানেক্সে ভবনে নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখানোর জন্য।
প্রসঙ্গত, এদিন সংসদে বাজেট অধিবেশনের ‘জিরো’ আওয়ারে ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখন যোগ দিয়েছিলেন সৌগতও। এই দায় নির্বাচন কমিশনের বলে দাবি করে তৃণমূল। এই ইস্যুতে এদিন সুর চড়ান দমদমের সাংসদ। তারপরেই সংসদ কক্ষে শুরু হয় হই-হট্টোগোল। এরই মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। উলেখ্য বিগত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে রয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা।