দুর্গাপুজোর উদ্বোধনে বাংলায় আসছেন না অমিত শাহ! জানান হল কারণ

বাংলা হান্ট ডেস্ক : খারাপ খবর বঙ্গ বিজেপির জন্য। যে বঙ্গ বিজেপি ধুমধামের সাথে প্রচার করেছিল দুর্গাপুজোর উদ্বোধনের জন্য কলকাতায় আসছেন অমিত শাহ,তারাই আজ জানিয়ে দিল বিশেষ কাজ থাকায় পুজোয় কলকাতায় আসতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই খবর শোনার পর হতাশ হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা।আজ বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, “বিশেষ কাজ থাকায় অমিত শাহ আসতে পারছেন না।”

প্রথমে ঠিক ছিল কিছু পুজো উদ্বোধন করতে কলকাতা আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দিল্লির তরফ থেকে সেই ব্যাপারে সবুজ সংকেত না মেলায় বঙ্গ বিজেপি দাবি করে যে অষ্টমীর দিন হয়তো কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আজ রাজ্য বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অষ্টমীর দিনও অমিত শাহ আসতে পারবেন না।

কলকাতায় বেশ কয়েকটি পুজো উদ্বোধন করার কথা ছিল অমিত শাহর।অমিত শাহ সন্তোষ মিত্র স্ক্যোয়ার-সহ সল্টলেকে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি পুজো ও সল্টলেকেরই অন্য একটি বারোয়ারী পুজোর উদ্বোধন করবেন বলে জানায় বঙ্গের গেরুয়া ব্রিগেড। কিন্তু সেই সূচি বদল করে পরবর্তীতে জানানো হয় যে অষ্টমীর দিন হয়তো অমিত শাহ কলকাতায় আসতে পারেন। সবর্ভারতীয় সভাপতি জে পি নাড্ডারও (J P Nadda) আসার কথা ছিল তার সাথে। অবশেষে এখন জানা যাচ্ছে যে সল্টলেকের বিজেপি পরিচালিত পুজোর উদ্বোধন করবেন সুকান্ত মজুমদার।

durga puja 2021 goddess durga 10 weapons significance and given by which god during mahisasurmardini know lesser known facts of hindu mythology

২০২১ এর নির্বাচনকে পাখির চোখ ২০২০ সাল থেকে সল্টলেকে বিজেপির উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো। সেই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধুতি -পাঞ্জাবি পড়ে একেবারে বাঙালি সাজে ভার্চুয়ালি উদ্বোধন করেন সেই পুজোর । ২০২১ এর নির্বাচনে ভরাডুবির পর দলের একাংশের মত ছিল যে এই বছর ছোট করে সল্টলেকের পুজোটা হোক। কিন্তু অন্য পক্ষ এর বিরোধিতা করেছিল। দুর্গা পুজোকে কেন্দ্র করে দলের মধ্যে ফের একবার দেখা দেয় অসন্তোষ। কিন্তু পরবর্তীতে পুজোয় অমিত শাহ এবং জে পি নাড্ডার আসার কথা শুনে কিছুটা অক্সিজেন পায় বিজেপি। আজ সেই পরিকল্পনা বাতিল হলে ফের একবার বঙ্গ বিজেপির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর