মাত্র ১ টাকা দিয়েই ঘুরে আসুন তারাপীঠ! কীভাবে জানলে আপনিও যেতে চাইবেন

বাংলাহান্ট ডেস্ক : বীরভূম (Birbhum) জেলার রামপুরহাট শহরের কাছেই মন্দির নগরী তারাপীঠ। মা তারার মন্দির আর মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত এই সিদ্ধপীঠ। ইহজীবনে কম বেশী সকলেই একবার হলেও মা তারার দর্শন পেতে চায়। কিন্তু, আর্থিকভাবে দুর্বল বহুজনের পক্ষেই এই শক্তিপীঠে পৌছোনো সম্ভব হয়ে ওঠে না।

এবার তাদের জন্যেই মুশকিল আসান করলেন দুর্গাপুরের (Durgapur) এক বিজেপি (Bharatiya Janata Party) নেতা। গেরুয়া শিবিরের এই নেতার উদ্যোগেই মাত্র ১ টাকায় শিল্পাঞ্চল থেকে তারা মা’র দর্শন করা যাবে। অবাক লাগছে? নিশ্চয়ই ভাবছেন এমনটা কী করে সম্ভব ? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওম সাই বাবা ট্রাস্টের পক্ষ থেকে ১ টাকার বিনিময়ে মা তারা’র দর্শন করতে টুরিস্ট বাস ছাড়া হয়।

জানা গিয়েছে, দুর্গাপুর চন্ডীদাস এলাকা থেকে সেই চারটি বাসে করেই সাড়ে চারশো ভক্ত রওনা দিলেন তারাপীঠে। ওম সাই বাবা ট্রাস্টের সদস্য তথা বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে হিন্দু ধর্মের প্রচার উদ্দেশ্যে তারাপীঠে যাওয়ার জন্য এদিন দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ড থেকে বহু মানুষ হাজির হয়েছিলেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এই ধর্ম প্রচারের শুভ যাত্রার উদ্বোধন করেন।

বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, “আমি গত বছরও ১ টাকায় তারকেশ্বর দর্শন করিয়েছিলাম। এই বছর তারাপীঠ যাচ্ছি এবং আগামী প্রতিবছরই হিন্দু ধর্মের প্রচারে ভক্তদের বিভিন্ন তীর্থস্থানে নিয়ে যাব। আর মূল্য সেই ১ টাকাই থাকবে”। পাশাপাশি তার সংযোজন, “এই তীর্থ যাত্রার উদ্দেশ্য হিন্দু ধর্মের প্রচার ও প্রসার। এর ফলে হিন্দুত্ব আরও সুদৃঢ় হবে বলে আমি মনে করি।”।

2993055 hyp 0 featurecapture 2023 05 27 15.23.46 16851866573x2

বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এই যাত্রার সাফল্য কামনা করে বলেন, “এই উদ্যোগকে সাধুবাদ জানাই। দল সবরকম ভাবে ওম সাই বাবা ট্রাস্টের পাশে রয়েছে”। তিনি আরও জানান, “তারাপীঠে গিয়ে পুজো দেওয়া হবে। সারারাত ধরে যজ্ঞ করাও হবে। তারা মা’র কাছে প্রার্থনা করা হবে যে এই অশান্ত বাংলায় শান্তি ফিরে আসুক, গুলি চলা, বোমা ফাটা বন্ধ হোক, রাজ্যে শিল্প হোক, কল কারখানা হোক।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর