রোহিত শর্মা অধিনায়ক হতেই আশা জাগল এই প্লেয়ারের, দলে সুযোগ দিতেন না বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি ফরম্যাটের পর ওয়ান ডে দলের জন্যও রোহিত শর্মা-র ওপর ভরসা দেখিয়েছেন বিসিসিআই কর্মকর্তারা। এই সিদ্ধান্তের ফলে বিরাট কোহলি একমাত্র টেস্ট ফরম্যাটেই অধিনায়ক হিসাবে থাকলেন। সম্ভবত অন্যান্য অধিনায়কদের মতোই, রোহিতও এখন দলে তার নজরে থাকা বিশেষ কিছু ক্রিকেটারকে সুযোগ দিতে চান। সেই সঙ্গে এমন অনেক ক্রিকেটার যারা হয়তো ভেবে ফেলেছিলেন ভারতীয় দলে তাদের সময় শেষ এখন রোহিতের অধিনায়ক হওয়ার পরে অবশ্যই তারা দলে ফেরার আশা করবেন।

রোহিত শর্মার অধিনায়ক হওয়ার পরে, তার বিশেষ বন্ধু এবং দীর্ঘদিন ধরে তার সাথে ওপেন করা শিখর ধাওয়ানের জন্যও দলে ফেরার একটি আশা তৈরি হয়েছে বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন। একটা সময় ছিল যখন ধাওয়ান-রোহিত জুটি ছাড়া ভারতীয় দলের ওপেনার হিসাবে অন্য কাউকে ভাবা যেত না। কিন্তু একটা সময়ের পর ধাওয়ানের অফফর্মের কারণে তাকে উপেক্ষা করা শুরু হয়। ধাওয়ানের পরিবর্তে লোকেশ রাহুলকে ওপেন করার সুযোগ দিতে শুরু করেন কোহলি। তবে ওয়ান ডে ফরম্যাটে রাহুল মিডল অর্ডারেও সফল হয়েছেন এবং তিনি সীমিত ওভারের ক্রিকেটে উইকেটরক্ষক হিসাবে সুযোগ পেয়ে থাকেন।

Shikhar Dhawan vs ENG

অবশ্যই এই সময়ে রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ানের জুটি নয় বরং রাহুলের সঙ্গে রোহিতের জুটির ওপরই বেশি ভরসা করবে নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপর নিউজিল্যান্ড সিরিজের পর থেকে এই দুই ব্যাটসম্যানই দুর্দান্ত পারফর্ম করছেন। রোহিত এবং রাহুলের মধ্যে সমন্বয়ও পিচে খুব ভাল এবং এই ব্যাটসম্যানরাও একে অপরের খেলা বোঝেন। কিছু সময় আগে, রোহিত এবং ধাওয়ানের জুটির মধ্যেও একইরকম সমন্বয় ঘটত। শুধু তাই নয়, বরাবরই আইসিসি টুর্নামেন্ট গুলিতে শিখর ধাওয়ানের ব্যাট সবসময় আইসিসি নিজেকে প্রমাণ করেছে। তাই আপাতত অসম্ভব মনে হলেও পরিস্থিতির ফেরে যদি রাহুলকে মিডল অর্ডারে ব্যাট করতে হয় তাহলে ওপেনার হিসাবে প্রত্যাবর্তন হতেও পারে শিখর ধাওয়ানের।

শিখর ধাওয়ান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে গত কয়েক মরশুমে খেলেছিলেন, আইপিএল ২০২১-এ তিনি ভালো ফর্মে ছিলেন। মোট ১৬ ম্যাচে ৫৮৭ রান করেছেন তিনি। এই ফর্ম পরের মরশুমেও ধরে রাখতে চাইবেন তিনি। যদি দিনের পর দিন এরকম পারফরম্যান্স করে যেতে থাকেন ধাওয়ান, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় নির্বাচকরা তাকে বেশিদিন উপেক্ষা করতে পারবেন না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর