অবশেষে স্বস্তি! কোয়েসের কাছ থেকে স্পোর্টিং রাইটস ফিরে পেল ইস্টবেঙ্গল।

দীর্ঘদিন টানাপোড়েনের পর অবশেষে স্বস্তি পেল ইস্টবেঙ্গল। দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলার পর অবশেষে কোয়েস এর কাছ থেকে স্পোটিং রাইটস ফিরে পেল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সরকারিভাবে লাল- হলুদ তাদের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করল।

ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কোয়েসের তরফ থেকে গত মরশুমের মাঝপথেই ইস্টবেঙ্গল ক্লাবকে জানিয়ে দেওয়া হয় 31 শে মে এর পর তাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করবে কোয়েস। কিন্তু গত মরশুম শেষ হয়ে গিয়েছে প্রায় দুমাস আগে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের
ডেডলক কাটছিল না। অবশেষে কয়েক কোটি টাকা আর্থিক ক্ষতির কথা মেনে নিয়েও কোয়েসের পাঠানো চুক্তিপত্রে স্বাক্ষর করল ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা ডেডলক খুলে গেল।

238276315852def870a98f69b371ee198956a8206b2eb83d92a6f0b1fcf067b9c0c1413a8

শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবে আসে চুক্তিপত্র ভাঙার কাগজপত্র। সেই সাথে ইস্টবেঙ্গল ক্লাবকে ক্লাব লাইসেন্সিং ফিরিয়েও দেয় কোয়েস। সেই স্পোর্টিং রাইটস নিয়ে এবার ফেডারেশনের কাছে ক্লাব লাইসেন্সের জন্য আবেদন করবে ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড কোম্পানি। জানা গিয়েছে শুক্রবারই সেই কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর