আবার মিথ্যে হলো ডার্বির মিথ! মোহনবাগানের পরে পুলিশকেও উড়িয়ে দিলো ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ময়দানে একটা গল্প কথা প্রচলিত রয়েছে। কলকাতা ডার্বিতে দুই দলের মধ্যে যে দল জয় পায়, তারা পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ে। অতীতে এমন ঘটনা অনেকবার ঘটেছে। তাই আজ ইস্টবেঙ্গল (East Bengal) যখন কলকাতা লিগে নিজেদের নবম ম্যাচ খেলতে নামছিল তখন চিন্তা ছিল সকল সমর্থকদেরই মনে। কিন্তু অভিষেক কুঞ্জমরা সেই দুশ্চিন্তার অবসান ঘটালেন।

আজ কলকাতা লিগের খেলায় নিজেদের প্রতিপক্ষ পুলিশ এসি-কে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান মজবুত করলো ইস্টবেঙ্গল। পুলিশের দলটি লড়াই করেছিল ভালোই কিন্তু শেষ মুহূর্তে বিষ্ণুর গোলে হারতে হয়েছে তাদের। ভবানীপুরের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে ১ পয়েন্ট ওপরে রয়েছে ইস্টবেঙ্গল।

   

আজ খেলার শুরুতেই ১৫ মিনিটের মাথায় অভিষেক কুঞ্জম গোল করে এগিয়ে দিয়েছিল লাল হলুদ দলকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমতা ফেরাতে সাহায্য করেছিলেন পুলিশের জগমিত। একসময় যখন মনে হচ্ছিল যে ম্যাচ সব মীমাংসিত ভাবেই শেষ হবে ঠিক তখনই ৮৮ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে কাঙ্খিত পয়েন্ট এনে দেয় বিষ্ণু।

আরও পড়ুন: ডুরান্ডের পরের রাউন্ড নিশ্চিত নয় ইস্টবেঙ্গলের! হেরেও কোন অঙ্কে লাইফলাইন পাচ্ছে মোহনবাগান?

ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ও কলকাতা লিগে সম্পূর্ণ অন্য দল খেলাচ্ছে। বিনো জর্জের অধীনে থাকা তরুণদের দিয়ে গড়া এই ইস্টবেঙ্গল দল কলকাতা লিগে বেশ ভালোই ছন্দে রয়েছে। কলকাতা লিগে তারা ২২ গোল করেছে এবং মাত্র ৬ টি গোল হজম করেছে। এই দলের কিছু তারকা ভবিষ্যতের ইস্টবেঙ্গল সিনিয়র দলে ডাক পাবে বলে আশা করছেন।

আরও পড়ুন: টোটোয় চেপে যেতে হয়েছিল অনুশীলনে! ব্যাঙ্গ করেছিলেন মোহনবাগানীরা, অপমানের জবাব দিলো ইস্টবেঙ্গল

অপরদিকে ডার্বিতে হারলেও এখন শ্বাস ফেলার সময় নেই মোহনবাগানের সুপারজায়ান্টস ফুটবলারদের। তাদের পরবর্তী ম্যাচ এএফসি কাপে নেপালের প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে। এই ম্যাচটিতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় মোহনবাগানের কারণ খাতায়-কলমে তাদের স্কোয়াড অনেকটাই বেশি শক্তিশালী। তবে ডার্বিতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিচ্ছেন মোহনবাগান কোচ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর