বিদেশিহীন ভারতের বাচ্চাদের কাছে হেরে আইলিগ জেতার স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের।

আইলিগ জেতার স্বপ্ন প্রায় শেষ ইস্টবেঙ্গলের। শনিবার ভারতের বাচ্চাদের কাছে 1-0 গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়ে গেল ইস্টবেঙ্গলের। শনিবার কল্যানীতে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম ইন্ডিয়ান আরোজ। এই ইন্ডিয়ান আরোজ দলের বেশিরভাগ খেলোয়াড়ের বয়স 17 থেকে 19 এর মধ্যে। এরফলে ম্যাচ শুরুর আগে ইস্টবেঙ্গল সমর্থকরা বলছিলেন এই দল কে অনায়াসে হারিয়ে দেবে তাদের দল। কিন্তু ম্যাচ শুরু হতেই ছবিটা পাল্টে গেল। এই বাচ্চা ছেলেগুলোর কাছে হেরেই আইলিগ জেতার সমস্ত আসা শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের।

ইস্টবেঙ্গলের সহকারী কোচ বাস্তব রায় কিন্তু আগে থেকেই সতর্ক হয়েছিলেন। কারণ তিনি জানতেন এই আরোজ দলে এমন বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যারা অত্যন্ত প্রতিভাবান এবং এই দলের প্রত্যেক ফুটবলারের রয়েছে দুরন্ত গতি। এছাড়াও আরোজ দলে রয়েছেন বিক্রমপ্রতাপ সিংহের মত ভারতীয় ফুটবলের উজ্জ্বল লক্ষত্র যিনি যেকোনো সময় ম্যাচের রং পাল্টে দিতে পারেন। সেই মত নিজেদের ফুটবলারদের তৈরিও করেছিলেন বাস্তব রায়। আরোজ দুরন্ত গতির বিরুদ্ধে লড়াই করার সমস্ত প্রস্তুতি নিয়েছিল ইস্টবেঙ্গল দল। কিন্তু সেই সমস্ত প্রস্তুতিতে জল ঢেলে দিল ভারতের বাচ্চারা।

IMG 3421 1024x548 1

এইদিন শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছিল ইন্ডিয়ান আরোজ। ম্যাচের 58 মিনিটের মাথায় বিক্রমপ্রতাপ সিং দুর্দান্ত গোল করে ইন্ডিয়ান আরোজকে এগিয়ে দেন। এরফলে 1-0 তে এগিয়ে যায় ইন্ডিয়ান আরোজ। তারপর দুই দল অনেক গোলের সুযোগ পেলেও আর গোল করতে পারে নি কোনো দল। লিগের একেবারে শেষের দিকে থাকা বিদেশিহীন ইন্ডিয়ান আরোজের কাছে হেরে আইলিগ জেতার স্বপ্ন শেষ করে ফেলল বিদেশি যুক্ত ইস্টবেঙ্গল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর