গ্যাস অম্বল দূর করতে এই পাঁচটি চায়ের গুণাগুণ জুড়ি মেলা ভার

বাংলা হান্ট ডেস্ক : গ্যাস ও অম্বলের সমস্যা নেই এমন মানুষের দেখা পাওয়া আজকের দিনে অত্যন্ত কষ্টকর। ছোট থেকে বড় সকলেই এই সমস্যা ভুগে থাকেন। একটু রিচ খাওয়া হলতো অমনি ব্যাস। শুধু বদহজম, গ্যাস, অম্বলের। আর এতেই যেন প্রাণ আনচান করে। গ্যাসের জ্বালায় যেন প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে।  তবে অনেকসময় আবার গ্যাস অম্বলের জন্য বড়সড় বিপদ ঘটে যেতে পারে। গ্যাস অম্বল হলে অনেকসময় পেট ভার লাগে এবং গা বমি ভাব, অস্বস্তি এসব শুরু হয়। তবে সাময়িক ভাবে কোনো গ্যাসের অষুধ খেলে তড়িঘড়ি কাজ দেয় না। কিন্তু তার তুলনায় যদি ঘরোয়া টোটকা কাজে লাগানো যায় সেক্ষেত্রে অনেকটাই উপকার হয়।  মাত্র পাঁচ রকমের চা গ্যাস অম্বলের হাত থেকে রেহাই দিতে পারে। আর সেগুলি হল-
. হলুদ চা- বদহজমের সমস্যাতে হলুদ চা অত্যন্ত উপকারী। কারণ এই হলুদ চাযে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গ্যাসের সমস্যা মুক্তি দিতে সাহায্য় করে সহজেই।
. পুদিনা চা- এমনিতেই পুদিনা পাতা পেটকে ঠান্ডা করে। তাই পুদিনা পাতা দেওয়া চা খেলে গ্যাসের সমস্যা অচিরেই দূর হয়ে যায়।mint tea

. মৌরি চা- হজমে সাহায়্য করে মৌরি এমরা সকলেই জানি। তাই মৌরি দেওয়া চা খেলে পেটের মধ্যে জমে থাকা গ্যাস সহজেই বেরিয়ে যায়।
. ক্যামোমিল চা- হ্যাঁ খানিকটা নামটা অজানাই বটে। গ্যাস, বদহজম ডায়েরিয়া থেকে শুরু করে যেকোনো পেটের সমস্যাতেই এই চা বিশেষ ভাবে সাহায়্য করে। তাই গ্যাসের সমস্যা দূর করতেও এটি খুব সাহায্য় করে।
. আদা দা- কাঁচা আদা চিবানো গ্যাসের জন্য ভীষণই ভালো। তাই আদা চাও গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য় করে। নিমেষেই সমস্যা দূর হয়ে যায়।

সম্পর্কিত খবর