পাকিস্তানের মোট GDP-এর বরাবর নরেন্দ্র মোদীর ঘোষণা করা ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ

বাংলা হান্ট ডেস্কঃ টালমাটাল অর্থনীতিকে লাইনে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) গতকাল ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই প্যাকেজ ভারতের GDP-এর ১০ শতাংশ।

modi 11

কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করা এই আর্থিক প্যাকেজ প্রতিবেশী দেশ পাকিস্তানের (Pakistan) মোট GDP-এর প্রায় বরাবর। ২০১৯ এ পাকিস্তানের মোট GDP ২৮৪ বিলিয়ন ডলার ছিল। আর আত্মনির্ভর ভারত অভিযানের এই প্যাকেজ ২৬৬ বিলিয়ন ডলার। পাকিস্তানের মোট GDP-এর থেকে ভারতের এই প্যাকেজ ১৮ বিলিয়ন ডলার কম।

শুধু তাই নয়, এই প্যাকেজ গ্রিস, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, রোম আর পর্তুগালের মতো দেশের GDP-এর থেকে অনেক বেশি।

গোটা বিশ্বে GDP-এর দিক থেকে ভারতের এই প্যাকেজ সবথেকে বড় প্যাকেজ। মহামারী থেকে উঠে আসতে বিশ্বের সবথেকে বড় প্যাকেজ জাপান ঘোষণা করেছিল। সেটা জাপানের GDP-এর ২১.১ শতাংশ ছিল। ১৩ শতাংশের সাথে আমেরিকা দ্বিতীয় নম্বরে আছে। সুইডেন তাদের মোট GDP-এর ১২ শতাংশের মতো আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। সুইডেন তৃতীয় স্থানে আছে। আর ১০.৭ শতাংশ আর্থিক প্যাকেজের সাথে জার্মানি চতুর্থ স্থানে আছে।

প্রধানমন্ত্রী এই ঘোষণার সময় স্পষ্ট করে দেন যে, সরকার যেই আর্থিক ঘোষণা করেছে আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত মিলিয়ে এই প্যাকেজ ২০ লক্ষ কোটি টাকার হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর