মানিকের ছেলের অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা! আদালতে জানাল ED

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক টেট (Primary Tet) সংক্রান্ত দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র আর এবার মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা মেলার দাবি করলো ইডি।

সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেটসহ অন্যান্য একাধিক দুর্নীতি মামলায় তদন্ত করে চলেছে সিবিআই এবং ইডির মতো তদন্তকারী সংস্থাগুলি। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অশোক সাহা এবং সুবীরেশ ভট্টাচার্যের মতো অন্যান্য শিক্ষা আধিকারিকরা আর এদিন অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

উল্লেখ্য, টেট মামলায় অতীতে একাধিকবার সিবিআই এবং ইডি তলবের মুখে পড়তে হয় মানিক ভট্টাচার্যকে। তবে একাধিক ক্ষেত্রে তলব এড়িয়ে যান তিনি। সম্প্রতি, কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইয়ের নিকট উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় তৃণমূল বিধায়ককে। যদিও পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিকট উপস্থিত হয়ে সাময়িক স্বস্তি পান তিনি। এক্ষেত্রে মানিক ভট্টাচার্যকে সিবিআই গ্রেফতার করতে পারবে না, এহেন নির্দেশ দেয় শীর্ষ আদালত। অবশেষে গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মানিককে গ্রেফতার করে ইডি।

প্রসঙ্গত, এদিন ব্যাঙ্কশাল আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয় যে, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৬৪ কোটি টাকা মিলেছে। তদন্তকারী সংস্থার এহেন দাবির পর ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাদের দাবি, শৌভিক ভট্টাচার্যের নামে একটি consultancy farm রয়েছে, যেখানে ৫০ হাজার টাকা করে দিয়েছে মোট ৫৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এগুলি দুর্নীতির অংশ বলে দাবি করেছে ED।

Untitled design 73

এদিন আদালতে ইডির আইনজীবী বলেন, “মানিক ভট্টাচার্যের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তাঁর সম্পত্তি প্রসঙ্গে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চায় তদন্তকারী সংস্থা।” একইসঙ্গে তৃণমূল বিধায়ককে দু সপ্তাহের জন্য হেফাজতে নেওয়ার আবেদন পর্যন্ত জানান ইডির আইনজীবী। এখন দেখার, এই মামলায় শেষ পর্যন্ত আদালত কি রায় দেয়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর