হাওড়ায় গৌতম বর্মণের বাড়িতে ED-র তল্লাশি অভিযান! কে এই ব্যক্তি? জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই একাধিক দুর্নীতি মামলায় শহরে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিছুদিন আগেই রেশন মামলায় কলকাতায় ম্যারাথন তল্লাশি চালায় গোয়েন্দারা। সোমবার ফের হাওড়ার (Howrah) দাসনগরে ইডি অভিযান (Enforcement Directorates Raid)। তবে এবার রেশন মামলা বা নিয়োগ দুর্নীতিতে নয়। জানা গিয়েছে হাওয়ালা সংক্রান্ত মামলায় এদিন তল্লাশি অভিযানে নামে ইডি।

আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর হাওড়ার দাসনগর থানা এলাকায় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিকেরা। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ দাসনগরে অনাদি দাস সরণি লেনে ওই সিএ-র বাড়িতে চার জন ইডি আধিকারিকের একটি দল পৌঁছায়।

জানা গিয়েছে, গৌতম বর্মণ নামে ওই হিসাব রক্ষকের বাড়িতে বহুক্ষন চলে অভিযান। যদিও কোন মামলায় বা কী কারণে এই তল্লাশি সেই বিষয়ে অবশ্য ইডি আধিকারিকেরা স্পষ্ট করে কিছু বলেননি। তবে স্থানীয় সূত্রে খবর, হাওয়ালা সংক্রান্ত মামলাতেই অভিযান চালিয়েছেন গোয়েন্দারা।

ed 1689169967 1

আরও পড়ুন: মমতার উত্তরবঙ্গ সফর শেষ হতেই বিরাট ঝটকা! বন্ধ হয়ে গেল চা-বাগান! কর্মহীন ১৫০০ শ্রমিক

গৌতমবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা বাড়িতে ঢুকে বেশ কিছু নথি, ফাইল খতিয়ে দেখেন। গৌতমবাবুকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়। ভিন রাজ্য ঝাড়খণ্ড ও পটনার হাওয়ালা সংক্রান্ত একটি মামলার তদন্তে ইডির এই অভিযান বলে জানায় পরিবারের লোকেরা। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে সবরকম ভাবে সহযোগিতা করা হয়েছে বলেও জানানো হয়েছে। সকাল সকাল ইডির এই অভিযান ঘিরে শোরগোল ছড়িয়েছে এলাকায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর