কেষ্টর পর এবার হুমায়ুন কবীর! গরুপাচার মামলায় ED-র তলব তৃণমূল বিধায়ককে

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে একের পর এক দুর্নীতি মামলায় তোলপাড় রাজনীতি। সম্প্রতি গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal), আর এবার এই মামলায় তলব করা হলো তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বাংলার প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হুমায়ুন কবীর সহ আরো একাধিক আইপিএস অফিসারদের তলব করেছে ইডি (Enforcement Directorate)।

উল্লেখ্য, সম্প্রতি গুরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এ ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র আর এবার দিল্লিতে ইডি তলবের মুখে পড়লেন হুমায়ুন। একদা মুর্শিদাবাদে এসপি পদে নিযুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে আইপিএস অফিসার পদ ছেড়ে তৃণমূল দলের যোগদান করেন তিনি এবং এরপর বিধায়ক এবং বর্তমানে রাজ্যের মন্ত্রী পদে রয়েছেন হুমায়ুন কবীর। ফলে তৃণমূল নেতাকে নোটিশ পাঠানোর মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠবে, তা বলাবাহুল্য।

তবে শুধুমাত্র হুমায়ুন কবীরই নয়, গরু পাচার মামলায় আরো বেশ কয়েকজন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে বলে খবর। এক্ষেত্রে ডিআইজি পদের এক আধিকারিক এবং অন্যান্য অফিসারদের আগামী ৩ রা ডিসেম্বর ডাকা হয়েছে বলে সূত্র মারফতে জানা যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও ব্যবসায়ীদের নামে বহু পরিমাণ সম্পত্তির হদিশ মেলে। একইসঙ্গে তৃণমূল নেতার মেয়ে সুকন্যার নামেও একাধিক জমি এবং কোম্পানির হদিশ পায় সিবিআই।

ED enforcement directorate 770x433 1

বর্তমানে আদালতের নির্দেশে আসানসোল জেলে রয়েছেন অনুব্রত। শুধু তাই নয়, সম্প্রতি লটারি কাণ্ডেও নাম জড়িয়েছে অনুব্রত-সুকন্যার। এক্ষেত্রে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সম্প্রতি আসানসোল জেলে পৌঁছায় ইডি অফিসাররা এবং পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। আর এবার রাজ্যের আইপিএস অফিসারদের তলব করে বসল ইডি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর