পার্থ, অনুব্রতর পর এবার কী মলয় ঘটকের পালা? মন্ত্রীকে ইডির তলব ঘিরে বাড়ছে আশঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : ঘাস ফুল শিবিরে (TMC) আশঙ্কা ছিলই। সেটাই এবার সত্যি হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর মলয় ঘটককে (Moloy Ghatak) ডাকা হতে পারে এমন একটা সম্ভাবনার কথা অনেকেই বলেছিলেন। সেই পূর্বাভাসকে সত্যি করে কয়লা পাচার মামলায় ১৪ সেপ্টেম্বর মন্ত্রী মলয় ঘটককে নয়াদিল্লিতে তলব করল ইডি (ED)। এর আগে জুলাই মাসে কয়লাপাচার মামলায় ইডি ডেকে পাঠায় মলয় ঘটক এবং পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক সুশান্ত মাহাতো–কে। তখন তাঁরা যাননি। কোনওভাবে এড়িয়েছিলেন ইডির ডাক। এবার আবার তাঁদের ডেকে পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপুল সংখ্যক মানুষের সামনে বেশ চোখা চোখা বক্তব্যে বিজেপি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এই আশঙ্কা তিনি নিজেই সেদিন সভা থেকে করেছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেদিন আশঙ্কা প্রকাশ ছিলেন যে অভিষেককে আবার তলব করা হতে পারে। গত মঙ্গলবারই আবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে জানা যাচ্ছে, গত ২৮ অগস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়।

Untitled design 2022 09 01T113620.200

ইডি সূত্রে খবর, কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নয়াদিল্লি থেকে একটি টিম আসার কথা রয়েছে। যদিও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করতে গিয়ে কিছু তথ্য সামনে এসেছে। তার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। তাই কলকাতার যারা কয়লাকাণ্ডে তল্লাশি করেছিলেন এবং তদন্ত প্রক্রিয়া চালিয়েছেন তাঁরাও জিজ্ঞাসাবাদে থাকবেন।

আগের বার ইডির কাছে হাজিরা না দেওয়ার কারণ জানিয়ে ই-মেল করেছিলেন সুশান্ত মাহাতো। কিন্তু মন্ত্রী মলয় ঘটক ইডি–কে কিছুই জানাননি। এই নিয়ে পঞ্চমবার মলয় ঘটককে তলব করল ইডি। এবার তাঁরা হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর