SSC-র একাধিক আধিকারিকের সাথেও নিবিড় যোগাযোগ ছিল কুন্তলের! দাবি ED-র

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ক্রমশ্যই ঘনীভূত হচ্ছে রহস্য। সম্প্রতি দুর্নীতিকাণ্ডে ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সংস্থার হাতে। এরই মধ্যে এবার গোয়েন্দা সংস্থার দাবি, স্কুল সার্ভিস কমিশনের একাধিক আধিকারিকের (SSC Officials) সাথেও নিবিড় যোগাযোগ ছিল কুন্তলের।

ইতিমধ্যেই যুবনেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে টেটের ওএমআর শিট। ইডি সূত্রে খবর, এসএসসির আধিকারিকদের সাহায্যেই ওএমআর শিটের মতো নথি হাতে এসেছিল কুন্তলের। সেইমত এবার জেরা করা হতে পারে তাদেরও। তদন্তকারীদের আরও অনুমান, তৃণমূল নেতা একাধিক ছাত্র-ছাত্রীদের বিশ্বাস পেতে ভুয়ো ইন্টারভিউয়েরও ব্যবস্থা করেছিলেন। নকল জয়েনিং লেটারও তুলে দেওয়া হয়েছিল তাদের হাতে।

ইন্টারভিউয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে নকল নিয়োগ পত্র তৈরি এই গোটা প্রক্রিয়ায় সেসব আধিকারিকরাই যুবনেতাকে সাহায্য করেছিলেন বলে অনুমান তদন্তকারীদের। ওএমআর শিটের পাশাপাশি কুন্তলের বাড়ি থেকে মিলেছে চাকরির অন্যান্য নথিও। কীভাবে সেসব নথি কুন্তলের কাছে এল! তদন্ত চালাচ্ছে ইডি।

তবে জেরায় কুন্তল অবশ্য বলেন, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমেই ওই নথি তার কাছে এসেছিল। তবে ইডির দাবি, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমেই যদি সেসব নথি তিনি পেয়ে থাকেন তাহলে তার কাছে আরও কয়েকটি কাগজপত্র থাকবে। পাশাপাশি কোন সংস্থার মাধ্যমে কোন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কুন্তল তাও পরিষ্কার হবে বিভিন্ন নথি থেকে।

kuntal ghosh

যদিও ইডির দাবি, তদন্ত প্রক্রিয়াকে ঘুরিয়ে দিতেই মিথ্যা তথ্য দিয়েছিলেন কুন্তল। বারংবার তদন্তকে বিপথে চালনা করার অভিযোগও উঠেছে যুবনেতার বিরুদ্ধে। ইডির অভিযোগ, এসএসসির আধিকারিকদের সাহায্যেই ওএমআর শিটের মতো নথি কুন্তলের কাছে এসেছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর