জমি দুর্নীতি মামলায় বড় অ্যাকশন ED-র, সঞ্জয় রাউতের পরিবারের ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

বাংলাহান্ট ডেস্ক : এবার ইডির কবলে শিবসেনা নেতা। মুম্বাই জমি কেলেঙ্কারিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের পরিবারের মালিকানাধীন আলিবাগের আটটি জমি এবং মুম্বাইয়ের দাদরের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করা সম্পত্তির মোট মূল্য ১১ কোটি টাকা বলেই সূত্র মারফত খবর।

গুরগাঁওতে পাত্র চাউল জমি কেলেঙ্কারিতে নাম জড়ায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। প্রায় ১০৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মুম্বাইয়ের নেতার নামে। আর তার প্রেক্ষিতেই এবার এহেন পদক্ষেপ নিল ইডি।

পুরো ঘটনা প্রসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন কোনও কিছু করেই ভয় পাওয়ানো যাবে না তাঁকে। তিনি বলেন, ‘আমি ইডির এই পদক্ষেপে ভয় পাব না। আমার সম্পত্তি বাজেয়াপ্ত করুন, আমায় গুলি মারুন বা জেলে পাঠান তাতেই আমি ভয় পাব না। আমি শিবিসেনা নেতা বালাসাহেব ঠাকরের অনুগামী এবং একজন শিব সৈনিক। লড়াই করে সবাইকে ফাঁস করব। আমি চুপচাপ বসে থাকব না। ইডিকে তাদের কাজ করতে দিন। সত্য সামনে আসবেই।’

প্রসঙ্গত উল্লেখ্য, চলছি বছরের ২ ফেব্রুয়ারী সঞ্জয় রাউত ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রবীন রাউতকে গ্রেপ্তার করে ইডি। গত সপ্তাহেই এই মামলার চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় সংস্থা। এই টাকা আত্মসাৎ করায় তিনিই মধ্যস্থতা করেছিলেন বলে জানা যায়। অন্য একটি মামলাতেও সঞ্জয় রাউত ঘনিষ্ঠ প্রবীন রাউতকে অভিযুক্ত করেছে ইডি। পিএমসি ব্যাঙ্কের মাধ্যমে নেওয়া ঋণ থেকেও ৯৫ কোটি টাকা চুরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইডির দাবি, এই টাকা স্ত্রী মাধুরীর অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন তিনি৷ তা থেকেই আবার সঞ্জয়ের স্ত্রী বর্ষাকে ৫৫ কোটি টাকা বিনা সুদে ঋণ দেন মাধুরী। বর্ষা এবং মাধুরী দুজন বিসনেস পার্টনার বলেও জানা গিয়েছে। দলের অন্যতম শীর্ষ নেতার এহেন ঘটনায় যে কার্যতই বেশ ভালোরকম অস্বস্তিতে দল তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর