বড় তথ্য এলো প্রকাশ্যে! আসন্ন ODI বিশ্বকাপে ঐতিহ্যবাহী ইডেনে আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে (Team India) নিয়ে প্রত্যাশার অভাব নেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। কারণ চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। ১২ বছর পর ফের একবার এই ফরমেটে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। বিশ্বকাপের শুরুর দিনক্ষণ মোটামুটি চূড়ান্ত হয়ে এসেছে। অফিসিয়াল ঘোষণা না হলেও সকলেই এতদিনে জেনে গিয়েছেন যে পাঁচই অক্টোবর থেকে আরম্ভ হবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট এবং বিশ্বকাপের ফাইনালে আহত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯শে নভেম্বর নাগাদ।

আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০১৯ সালের মতোই রাউন্ড-রবিন ফরম্যাটে আয়োজিত হতে চলেছে। ফলে একটি নির্দিষ্ট দল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি সব কটি দলের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তানও (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। আর এবার সূত্র মারফত পাওয়া এক বিশেষ খবরে জানা গিয়েছে যে এই হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে (Eden Gardens)।

babar rohit india pakistan

যদিও এখনো নিশ্চিতভাবে এই দাবি করা যায় না যে ইডেনই পেতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব। ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজিত হয়েছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। শেষবার কোনও ভারত বনাম পাকিস্তান ওডিআই ম্যাচ ইডেনে আয়োজিত হয়েছিল ২০১২ সালে। ঐতিহ্যবাহী ইডেন একাধিক ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজন করেছে।

তবে এখনো যেহেতু গোটা বিশ্বকাপের সূচি নির্ধারিত হয়নি তাই এই দাবি সুস্পষ্ট ভাবে করা যাচ্ছে না। বিশ্বকাপ চলাকালীন কলকাতায় দুর্গাপূজাও চলবে। কাজেই স্পর্শকাতর ম্যাচটি যদি দুর্গাপুজোর পাঁচটি দিনের মধ্যে আয়োজিত হয় তাহলে কলকাতায় সঠিক সুরক্ষা প্রদান করা সম্ভব হবে কিনা সেই সময় তা নিয়ে কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে।

সেই জন্য বিকল্প হিসাবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের কথাও ভেবে রাখা হচ্ছে। যদিও পাকিস্তান এই বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রাখবে কিনা সেই নিয়েও এখনো কিছু প্রশ্ন চিহ্ন রয়েছে। ভারত যদি শেষপর্যন্ত পাকিস্তানের বদলে কোনও নিরপেক্ষ ভেন‍্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে আয়োজিত এশিয়া কাপ খেলে তাহলে ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ খেলতে চাইবে না এমন কিছু তথ্য শোনা গিয়েছে। কাজেই গোটা বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে আরো অনেকগুলি সমস্যার সমাধান করতে হবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর