ঊর্মির সঙ্গে মামণির শেষ লড়াই! বাবার খুনিকে শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে ‘এই পথ’

বাংলাহান্ট ডেস্ক: এক দিকে যেমন নিত‍্য নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে, তেমনি এক সার দিয়ে ইতি টানা হচ্ছে নতুন পুরনো কিছু সিরিয়ালে। আবার নতুন সিরিয়ালগুলিকে জায়গা ছেড়ে দেওয়ার জন‍্য বদলে যাচ্ছে তুলনামূলক পুরনো সিরিয়ালগুলির টাইম স্লট। কিছুদিন আগে বদলে গিয়েছে মিঠাই এর সম্প্রচারের সময়। এবার সেই তালিকায় যুক্ত হল আরো একটি সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)।

কার্যত নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিয়েছে জি বাংলা। পিলু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নিম ফুলের মধু। আগামীতে শেষ হতে চলেছে লালকুঠি। তার বদলে শুরু হবে সোহাগ জল। চলতি মাসের শেষ থেকেই রাত নটার স্লটে শুরু হতে চলেছে নতুন সিরিয়াল। এতদিন সেই জায়গা ছিল এই পথ যদি না শেষ হয় এর। কিন্তু সোহাগ জল আসতেই জায়গা ছাড়তে হচ্ছে ঊর্মি সাত‍্যকিকে।

Ei poth jodi na sesh hoy
জল্পনা মতোই রাত সাড়ে নটার স্লটে পাঠিয়ে দেওয়া হচ্ছে জি এর পুরনো এই সিরিয়ালকে। আগামী ২৮ নভেম্বর থেকে নতুন সময়ে দেখা যাবে এই পথ। আর সেটার ঘোষনাও করা হয়েছে নতুন চমক দিয়ে। বেশ অনেক দিন পর নতুন প্রোমো এনেছে এই পথ যদি না শেষ হয় এর নির্মাতারা।

প্রোমো থেকে বোঝা যাচ্ছে, অবশেষে নিজের বাবার খুনিদের পরিচয় পাবে ঊর্মি। সিরিয়ালের দর্শকরা জানেন, অনেক ছোটবেলায় নিজের বাবাকে হারায় সে। প্রথমে দুর্ঘটনায় মৃত‍্যু বলে মনে হলেও পরে জানা যায় আসলে কাকা আর মামণির ষড়যন্ত্রেই নিজের বাবাকে হারিয়েছে ঊর্মি। প্রোমোতে নিজের বাবার ছবির সামনে দাঁড়িয়ে ঊর্মিকে বলতে শোনা যায়, তাঁর খুনিদের শাস্তি দিতে যেন হাত না কাঁপে তার।

তখনি পেছন থেকে বন্দুক তাক করে মামণি বলে ওঠেন, তোমার বাবাকে যেখানে পাঠিয়েছি তোমাকেও সেখানে পাঠাব। বোঝাই যাচ্ছে, ঊর্মির সঙ্গে তার মামণির লড়াইটা এবার জমজমাট হতে চলেছে‌। অনেকে এও মনে করছেন, এবার সম্ভবত সিরিয়ালের গল্পে দাঁড়ি পড়তে চলেছে।

ইতিমধ‍্যেই ক্রেজি আইডিয়াজ প্রযোজনা সংস্থার নতুন সিরিয়াল ‘রাঙা বউ’ এর প্রোমো সামনে এসেছে। এই একই সংস্থার সিরিয়াল এই পথও। তাই মনে করা হচ্ছে রাঙা বউ এর সম্প্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইতি টানা হবে ঊর্মি সাত‍্যকির গল্পেও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর