এবার দুর্গাপুজোয় কত হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে জানেন? হিসেব দিলেন খোদ মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ শারদোৎসব মানে শুধুই যে মিলনের উৎসব তেমনটা কিন্তু নয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যে বাংলার বাণিজ্যেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা সকলেরই জানা। এদিন সেই কথাই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। প্রসঙ্গত, সেই প্রথম থেকেই দুর্গাপুজোর অনুদান দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিরোধীরা। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এরই কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজোতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, তার থেকে পুজোকে কেন্দ্র করে যে পরিমাণ বাণিজ্য (Trade) হয়েছে তা অনেকাংশে বেশি একথাই বললেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন এর দ্বারা রাজ্যের সাধারণ ব্যবসায়ী-শিল্পীরাই উপকৃত হয়েছেন।

এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, ‘‘ব্রিটিশ কাউন্সিলের একটা গবেষণার প্রাথমিক হিসেবে, গত বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে ৩৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। আর এবার সেই পরিমাণ ৭২ হাজার কোটি টাকা, এমনটাই বলছে ব্রিটিশ কাউন্সিল। তবে আমার ধারণা এটা ৮০-৮৫ হাজার কোটি ছাড়িয়ে যাবে। তা তো মানুষের হাতেই গিয়েছে। ৩ লক্ষের মত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গরিব মানুষ, শিল্পীদের জন্য এটা খুব বড় পাওনা।’’

আরও পড়ুন: আজ থেকেই বদলে যাবে আবহাওয়া! ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের ৫ জেলায়, জানাল আবহাওয়া দপ্তর

শুধু তাই নয়, মমতা আরও বলেন, ‘‘গোটা রাজ্যের কার্নিভালকে যদি যুক্ত করা হয় তাহলে পৃথিবীর যে কোনও কার্নিভালকে টেক্কা দেবে আমাদের দুর্গাপুজো।’’ প্রসঙ্গত বাঙালির দুর্গাপুজো ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর এ বার পুজো এবং তার কার্নিভালে বাড়তি জোর দিয়েছিল রাজ্য সরকার। বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য। ,

durga

জানিয়ে রাখি, দুর্গাপুজোকে সামনে রেখে প্রতিবছরই কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়। কর্পোরেট হাউসের পাশাপাশি অন্যান্য মাঝারি, ছোটখাটো দেশীয় সংস্থা মিলিয়ে রাজ্যে পুজোর পিছনে বিরাট পরিমাণ বিনিয়োগ হয়। গতবছর ২০২২ সালে দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৫০ হাজার কোটি টাকা আয় হয়েছিল বলে জানা যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর