‘সেক্স খারাপ আর ধর্ষণ ভাল?’ ধর্ষণ ও খুনের হুমকির বিরুদ্ধে সরব একতা কাপুর

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে বারে বারেই সংবাদ শিরোনামে উঠে আসছেন বলিউড প্রযোজক একতা কাপুর (ekta kapoor)। ভারতীয় সেনাবাহিনীকে (indian army) অপমান করার দায়ে সব মহলেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন একতা। পুলিসে অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণও। শুধু তাই নয়, এই সমালোচনা বিতর্কের মাঝেই নেটদুনিয়ায় তীব্র কটুক্তির সম্মুখীন হতে হয়েছে একতাকে। পেয়েছেন ধর্ষণ ও খুনের হুমকি।
এতদিন এই বিষয়ে টু শব্দটি না করলেও অবশেষে মুখ খুলেছেন একতা। আর মুখ খুলেই সমালোচকদের উদ্দেশে তোপ দেগেছেন তিনি। সম্প্রতি লেখিকা শোভা দের সঙ্গে একটি ভিডিও কলে এই প্রসঙ্গে সরব হন প্রযোজক। সোশ‍্যাল মিডিয়ায় হুমকি নিয়ে প্রশ্ন করা হলে একতা বলেন, “ভারতীয় সেনার প্রতি আমি এবং আমার সংস্থার সকলেই খুব শ্রদ্ধাশীল। তাদের দান অসামান‍্য। ভারতীয় সেনার যদি কোনোপ্রকার অসম্মান হয়ে থাকে তার জন‍্য আমি ক্ষমাপ্রার্থী। তবে সোশ‍্যাল মিডিয়ার হুমকিতে ভয় পাব না।”
একতা আরও বলেন, “আমার ৭১ বছর বয়সী মা, আমি, আমার ছেলেকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এর অর্থ কি? সেক্স খারাপ কিন্তু ধর্ষণ ভাল?” একতার এই মন্তব‍্যকে অনেক মহিলাই সমর্থন করেছেন। একজন মহিলা হিসাবে একতাকে দেওয়া ধর্ষণের হুমকিরও বিরোধিতা করেছেন অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের ওয়েব প্ল‍্যাটফর্ম ALT বালাজি প্ল‍্যাটফর্মে একটি নতুন ওয়েব সিরিজ শুরু করেছেন একতা। XXX নামে ওই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের একটি এপিসোডের জন‍্যই তুমুল বিতর্কের সম্মুখীন হয়েছেন একতা। ইউটিউবার হিন্দুস্তানি ভাউয়ের দাবি ওই সিজনে একটি এপিসোড রয়েছে যেখানে দেখানো হয় একজন সেনাবাহিনীর জওয়ানের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ দৃশ‍্যে দেখা হয় স্বামীর সেনাবাহিনীর উর্দি নিজের প্রেমিকের গায়ে চাপিয়ে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন ওই মহিলা।

Ekta Kapoor 1
ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’ একতার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন। হিন্দুস্তানি ভাউয়ের বক্তব‍্য, এই দৃশ‍্যটি ভারতীয় সেনাবাহিনীর পক্ষে অত‍্যন্ত অপমানজনক। তাঁকে অনুসরণ করে অনেকেই এই সিরিজটি বয়কটের ডাক দিয়েছেন। #ALTBalajiInsultsArmy ট্রেন্ড করছে টুইটারে।
সম্প্রতি পঞ্চাশ হাজার কোটি ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা ও দেওয়ানি মামলা দায়ের হল বলিউড প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে। ওয়েব সিরিজে (web series) আপত্তিজনক দৃশ‍্য দেখিয়ে ভারতীয় সেনাবাহিনীকে (Indian army) অপমান করার অভিযোগে এই মামলা দায়ের হয়েছে একতার বিরুদ্ধে। আইপিএস অফিসার ড: সন্দীপ মিত্তল টুইট করে জানিয়েছেন এই খবর।
টুইট করে তিনি লেখেন, ‘তৃতীয় শ্রেণির বিনোদন ব‍্যবহার করে অপবাদ দেওয়ার জন‍্য একতা কাপুরের বিরুদ্ধে ৫০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানি ও দেওয়ানি মামলা দায়ের করলাম। একতা কাপুরকে দেওয়া পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর