‘বলিউডের সমস্ত খান, বিশেষ করে আমির একজন কিংবদন্তি’, বয়কটের ডাকের মাঝেই দাবি একতা কাপুরের

বাংলাহান্ট ডেস্ক: বয়কট সংষ্কৃতি জাঁকিয়ে বসেছে বলিউডে। হিন্দি সিনে ইন্ডাস্ট্রির তারকাদের, বিশেষ করে খানদের ছবি বয়কটের ডাক দিচ্ছে দর্শকদের একটা বড় অংশ। বয়কটকারীদের প্রথম শিকার আমির খানের ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রীদের থেকেও কোনো কারণে আমিরের (Aamir Khan) উপরেই দর্শকদের ক্ষোভ বেশি।

ছবি মুক্তির আগে থেকেই নেটপাড়ায় বয়কট ট্রেন্ডের বাড়বাড়ন্ত দেখে হাতজোড় করে দর্শকদের কাছে আর্জি জানিয়েছিলেন, ছবিটা বয়কট না করতে। পরবর্তীকালে বেকায়দায় পড়ে করিনা কাপুর খানও বলেছিলেন, অনেক খেটে কাজ করেছেন সবাই। তাই দর্শকরা যেন ছবিটা দেখেন।

Kareena kapoor khan laal
কিন্তু লাল সিং চাড্ডা দেখতে যাওয়া তো দূরের কথা, যে তাঁর ছবির হয়ে কথা বলেছেন তাঁকেই আক্রমণ করেছেন নেটিজেনরা। কিছুদিন আগে লাল সিং চাড্ডার সমর্থন করায় হৃতিক রোশনের ছবি বয়কটের ডাক দিয়েছিল নেটনাগরিকরা। আর টুঁ শব্দটাও করেননি হৃতিক। এবার মুখ খুললেন প্রযোজক একতা কাপুর।

সংবাদ মাধ‍্যমের কাছে একতা বলেন, “এটা খুব বিস্ময়কর যে আমরা সেই সব মানুষদেরই বয়কট করছি যারা ইন্ডাস্ট্রিকে প্রচুর লাভ দিয়েছে। ইন্ডাস্ট্রির সমস্ত খান, বিশেষ করে আমির খান হলেন কিংবদন্তি। আমরা ওঁদের বয়কট করতে পারিনা। আমির খানকে কখনো বয়কট করা যাবে না।”

এর আগে লাল সিং চাড্ডার ভূয়ষী প্রশংসা করে হৃতিক টুইটে লেখেন, ‘লাল সিং চাড্ডা দেখলাম। ছবিটার অন্তর পর্যন্ত অনুভব করতে পেরেছি। ভাল খারাপ দূরে সরিয়ে বলতে চাই, ছবিটা অসাধারণ! এই রত্নটা মিস করবেন না কেউ! যান! এখুনি যান। দেখে আসুন। এটা সুন্দর, খুব সুন্দর।’

Ekta Kapoor
টুইটের উত্তরে বিষ্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন নেটনাগরিকরা। তাঁরা পালটা প্রশ্ন করেছেন, ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর সময়ে তো মুখ বন্ধ করে ছিলেন। এখন মুখ খুলেছেন কেন? আরেকজন লিখেছেন, হৃতিক যদি তাঁর তস‍্য জঘন‍্য ছবি ‘ম‍্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ দেখার জন‍্য অনুরোধ করতেন তাহলেও দর্শকরা দেখত। কিন্তু লাল সিং নয়।

রীতিমতো হুমকি পেয়েছেন হৃতিক, তাঁর টুইটে আমিরের কোনো লাভই হবে না। বরং নিজের আসন্ন ছবির ক্ষতি করে ফেলতে পারেন হৃতিক। সেখানে তো আবার করিনার স্বামী সইফের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সইফও হিন্দু বিরোধী, ছত্রপতি শিবাজী মহারাজ এবং তানাজিকে তিনি কাল্পনিক চরিত্র বলেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর বিক্রম বেধাও বয়কট করা হোক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর