সাদাকালো ছবির যুগে ইতি, এবার ভোটার কার্ডে থাকবে পছন্দমত রঙিন ছবি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

 

বাংলা হান্ট ডেস্ক : ভোটার কার্ড মানেই সাদাকালো অদ্ভুত রকমের মুখের ছবি। কিছু কিছু ক্ষেত্রে ভোটার কার্ডের ছবি দেখে আসল ব্যক্তির সঙ্গে সেই ভোটার কার্ডের ছবি মিলানো হয়ে যায় বড় হ্যাপা! এই কারণেই ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে ভারতীয় নাগরিকদের এই অভিযোগ দীর্ঘদিনের। এইবার সেই জায়গাতেই বাদ সাধতে চলেছেন নির্বাচন কমিশন।

সাদাকালো জগত ছেড়ে এবার নিজেদের পছন্দমত রঙিন ছবি দিয়ে বানানো যাবে ভোটার আই কার্ড, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। মূলত যুবসমাজকে আরও আকৃষ্ট করতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

hqdefault2

আগেকার দিনে ভোটার কার্ড জুড়ে থাকতো কার্বনের ছাপ। এবার সেই যুগে ইতি টেনে রঙিন ঝা চকচকে ডিজিটাল ভোটার আইডি কার্ড নিয়ে আসতে চলেছে নির্বাচন কমিশন। যে সমস্ত নবীন প্রজন্ম নতুন আইডি কার্ড বানাতে চলেছে তাদের প্রত্যেককেই এমন রঙিন ছবি দেওয়া ঝকঝকে ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হবে।

শুধুমাত্র নতুন ভোটাররাই ন,য় পুরনো ভোটাররাও চাইলে নিজেদের পুরনো ভোটার আইডি কার্ডের বদলে নতুন ডিজিটাল ভোটার আইডি কার্ড পেতে পারেন সাথে যুক্ত করতে পারেন নিজের পছন্দমত রঙিন ছবিও। যারা ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন তারাও পাবেন এই নতুন রঙিন ছবি দেওয়ার সুবিধা। যারা পুরনো ভোটার আইডি কার্ডের বদলে নতুন আইডি কার্ড পেতে চাইছেন তাদের একটি ফর্ম ফিলাপ করতে হবে পাশাপাশি অনলাইনে আবেদন করা যাবে। নতুন ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য খরচ পড়বে মাত্র ২৫ টাকা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর