৫৬ টি আসনে উপনির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের, ব্রাত্য বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ১০ ই নভেম্বর শিবরাজ সিং (Shivraj Singh Chouhan) সরকারের ভাগ্য নির্ধারিত হবে। ওই দিন রাজ্যে ২৮ টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে। সমস্ত ২৮ টি আসনে ৩ রা নভেম্বর ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন (Election Commission) মধ্যপ্রদেশের ২৮ টি আসন সমেত দেশে মোট ৫৬ টি আসনে উপনির্বাচনের তারিখের ঘোষণা করল আজ।

1 67

নির্বাচন কমিশন আজ ১২ রাজ্যের ৫৬ টি আসনে আর একটি লোকসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করল। বিহারের একটি লোকসভা আসন আর মণিপুরের ২ টি বিধানসভা আসনে আগামী ৭ ই নভেম্বর উপ নির্বাচন হবে। এছাড়াও ছত্তিসগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশের মোট ৫৪ টি বিধানসভা আসনে ৩ নভেম্বর ভোট হতে চলেছে।

2 60

এই সমস্ত আসনের গণনা বিহারের গণনার ১০ ই নভেম্বর হবে। নির্বাচন কমিশন আপাতত পশ্চিমবঙ্গ আর কেরলের আসন গুলোতে উপনির্বাচনের ঘোষণা করেনি।

ছত্তিসগড়ের একটি আসন, গুজরাটের ৮ টি আসন, হরিয়ানার ১ টি আসন, ঝাড়খণ্ডের ২ টি আসন, কর্ণাটকের ২ টি আসন, মধ্যপ্রদেশের ২৮ টি আসন, মণিপুরের ২ টি আসন, নাগাল্যান্ডের ২ টি আসন, উড়িষ্যার ২ টি আসন, তেলেঙ্গানার ১ টি, উত্তর প্রদেশের ৭ টি আসনে উপনির্বাচন হতে চলেছে। এর সাথে সাথে বিহারের একটি লোকসভা আসনে ৩ রা নভেম্বর উপনির্বাচন হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর