নির্বাচনের শেষলগ্নে ১৩ প্রার্থী ও নেতার বিরুদ্ধে FIR করল কমিশন

 বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে ইতিমধ্যে ছয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর দুই দফা। আগামী ২৯ এপ্রিল অষ্টম দফার নির্বাচন শেষ হবে। ভোট গণনা হবে ২ মে। আর তাঁর আগেই কড়া পদক্ষেপ নিল কমিশন। শেষ দুই দফার নির্বাচনের আগে করোনা বিধি না মানার জন্য ১৩ জন প্রার্থী আর নেতার বিরুদ্ধে FIR দায়ের করা হল কমিশনের পক্ষ থেকে। এছাড়াও ৩৩ জনকে শোকজও করা হয়েছে।

election commission of

গতকালই হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছিল কমিশনকে। কোভিড বিধি মানা নিয়ে কমিশনের সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের বেঞ্চ জানিয়েছে, ‘শুধুমাত্র নির্দেশিকা জারি করে জনগণের উপর সবকিছু ছেড়ে দিয়েছে কমিশন। আমরা নির্দেশিকা নয়, পদক্ষেপ চাইছি।”

Election Co mmission

এরপরই গতকাল কমিশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে শেষ দুই দফার নির্বাচনে সবরকম পদযাত্রা, মিছিল, রোড শো আর বড় জনসভা গুলোকে নিষিদ্ধ করা হয়। শুধুমাত্র ছোট সভা করার অনুমতি দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে। আর এবার কমিশন আরও কড়া হয়ে কোভিড বিধি না মানায় প্রার্থীদের বিরুদ্ধে FIR করল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর