বাজেট ২০২০: পুরো ভারতজুড়ে চালু হবে ইলেকট্রিক মিটার, করতে পারবেন রিচার্জ

বাংলা হান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদির স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া গড়তে আরও একধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ।  আগামী তিন বছরের মধ্যে দেশজুড়ে স্মার্ট প্রিপেড ইলেকট্রিক মিটার চালু করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । ২০২০-২১ বাজেটে এই নয়া উদ্যোগের ঘোষণা করলেন তিনি ।

media handler 1 2

প্রতিটি বাড়িতে প্রিপেট স্মার্ট মিটার নিয়ে আসার লক্ষ রয়েছে । এতে গ্রাহক কার থেকে কতটা বিদ্যুত্ কিনবেন নিজেই সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন । আর তার জন্য বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।অর্থমন্ত্রী আরও সংযোজন করেছেন,  আগামী তিন বছরে সমস্ত গ্রাহকদের জন্য  স্মার্ট প্রিপেড মিটার, বিদ্যুত্ প্রদানকারী সংস্থা নিজের মতো বেছে নেওয়া সুযোগ করে দেবে কেন্দ্রীয় সরকার ।

সরকারের এই পদক্ষেপের জন্য আরও একটি সুবিধা হবে । বিদ্যুতি চুরিও কমে যাবে এতে । কেউ যদি নিজের ইচ্ছামতো বিদ্যুত কিনতে চান কোনও সংশ্তা থেকে, তাতেও আর বাধা থাকবে না । গ্রাহক এতে অনেকটাই স্বাধীনতা পেয়ে যাবেন ।

স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি প্রতিটি বাড়িতে বিদ্যুত্ বণ্টনের দিকেও নজর দিয়েছে সরকার । তবে এতে একটি অসুবিধাও হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা । যে টাকার পরিমাণে বিদ্যুত্ কেনা হল, সেটা শেষ হলেই লাইন অফ হয়ে যাবে যদি কোনও কারণে রিচার্জ না করাতে পারা যায় । এতে পরিষেবা পেতে সমস্যাও পড়তে পারেন গ্রাহকরা । তবে কী নিয়মে এটি চালু করা হবে তা এখনও সম্পূর্ণভাবে স্পষ্ট করা হয়নি ।  তাই, সুবিধার পাশাপাশি হয়তো এই নতুন প্রিপেড মিটার সিস্টেমে কিছু সমস্যাতেও পড়তে পারে সাধারণ মানুষ ।

সম্পর্কিত খবর