ভারতে আসছেন ইলন মাস্ক! মোদীর সাথে হবে সাক্ষাৎ, করতে পারেন বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, বিশ্বের অন্যতম বৃহৎ বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার মালিক ইলন মাস্ক (Elon Musk) চলতি মাসে ভারত সফরে আসতে পারেন। পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও দেখা করবেন। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে মাস্ক ভারতে বিনিয়োগ এবং নতুন কারখানা খোলার পরিকল্পনা ঘোষণা করতে পারেন।

ইতিমধ্যেই এই বিষয়ের পরিপ্রেক্ষিতে দু’টি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য সামনে এনেছে। জানা গিয়েছে, ইলন মাস্ক চলতি মাস অর্থাৎ এপ্রিলের চতুর্থ মাসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করবেন। তিনি ভারতের জন্য তাঁর পরিকল্পনা সম্পর্কে পৃথক ঘোষণাও করতে পারেন।

Elon Musk is coming to India.

নিউইয়র্কে প্রধানমন্ত্রী মোদী ও মাস্কের বৈঠক হয়: এদিকে, আরও জানা গিয়েছে যে, ভারত সফরের সময়ে টেসলার সিইও মাস্কের সাথে অন্যান্য আধিকারিকরাও থাকবেন। রয়টার্সই প্রথম মাস্কের ভারত সফরের তথ্য দিয়েছে। তবে, মাস্কের ভারত সফরের চূড়ান্ত এজেন্ডায় পরিবর্তন হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গতবছরের জুন মাসে নিউইয়র্কে মাস্ক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ ঘটে। এদিকে, টেসলা কয়েকমাস ধরেই বৈদ্যুতিক গাড়ির আমদানি শুল্ক কমানোর জন্য অনুরোধ করে আসছিল।

আরও পড়ুন: না খেলেই এগিয়ে গেলেন ঋষভ পন্থ! ICC র‍্যাঙ্কিংয়ে করলেন বাজিমাত

ভারত একটি নতুন EV পলিসি নিয়ে এসেছে: উল্লেখ্য যে, ভারত গত মাসেই একটি নতুন EV পলিসি নিয়ে এসেছে। যেটি অনুযায়ী, যদি কোনো নির্মাতা ভারতে কমপক্ষে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এবং একটি কারখানা স্থাপন করে, তবে কিছু মডেলের আমদানি শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হবে।

আরও পড়ুন: এবারে হবে আসল যুদ্ধ! রতন টাটাকে টক্কর দিতে একসাথে মাঠে নামছেন আম্বানি-মাস্ক, প্রকাশ্যে পরিকল্পনা

এই মাসের শুরুতে, রয়টার্স সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, ইতিমধ্যেই টেসলা জার্মানিতে তার প্ল্যান্টে ভারতের বাজারের জন্য বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করেছে। এমতাবস্থায়, ওই গাড়িগুলি এই বছরের শেষের দিকে ভারতে রপ্তানি করা হবে। যেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ওই সংস্থার তরফে জানানো হয়েছে যে, টেসলার একটি প্রতিনিধিদল চলতি মাসের শেষের দিকেই ভারতে গাড়ি উৎপাদন কেন্দ্রের সম্ভাব্য অবস্থানগুলি মূল্যায়ন করতে দেশে আসতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর