আচমকাই প্ল্যানে পরিবর্তন! এখনই ভারতে আসছেন না মাস্ক, জানালেন কারণ

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা Tesla ও SpaceX-এর মালিক ইলন মাস্কের (Elon Musk) ভারত (India) সফরের বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, এটাও জানা গিয়েছিল যে, এপ্রিলের ২১-২২ তারিখ তাঁর ভারতে আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই, মাস্কের এই সফরকে ঘিরে সমগ্র দেশের বাণিজ্যমহলের নজর ছিল। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

জানা গিয়েছে যে, ভারতে আসার ২৪ ঘণ্টা আগে এই সফর পিছিয়ে দিলেন মাস্ক। ইতিমধ্যেই মাস্ক জানিয়েছেন, এখন তিনি ভারতে আসছেন না। তবে, চলতি বছরের শেষের দিকে তিনি ভারতে আসবেন বলে জানিয়েছেন। এদিকে, কয়েকদিন ধরে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল যে, আগামী ২২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন মাস্ক। তবে, আপাতত তা আর হচ্ছে না।

Elon Musk is not coming to India.

কেন পিছিয়ে দিলেন ভারত সফর: এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, মাস্কের ভারত সফর কেন পিছিয়ে গেল? এই বিষয়ের পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক জানিয়েছেন যে, তিনি বর্তমানে টেসলার কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই, আপাতত ভারতে আসছেন না তিনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মাস্কের দু’দিনের ভারত সফরের পরিকল্পনা ছিল। যেটি এখন পিছিয়ে গেল।

আরও পড়ুন: MI-র সাথে বাড়ছে দূরত্ব? কেন টিম হোটেলে থাকছেন না রোহিত? নিজেই জানালেন হিটম্যান

প্রসঙ্গত উল্লেখ্য যে, দেশে বিনিয়োগ নিয়ে আসার লক্ষ্যে ইলন মাস্কের ভারত সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে ইলন মাস্ক ভারতের সমর্থক। পাশাপাশি তিনি এটাও জানান, ২০১৫ সালে তিনি যখন মাস্কের কারখানাতে গিয়েছিলেন তখন ইলন বাইরে থাকলেও নিজের সমস্ত কাজ ফেলে রেখে ছুটে এসে সবকিছু দেখিয়েছিলেন।

আরও পড়ুন: নজরে চিন, এবার ভারতীয় সেনায় আসছে নয়া ডিভিশন! হবে আরও ভয়ঙ্কর

এছাড়াও, ওই সাক্ষাৎকারে মোদী মাস্কের ভারত সফরের বিষয়টিও উপস্থাপিত করেন। এমতাবস্থায়, ভারতের মাটিতে টেসলার নতুন সফর শুরু হবে কিনা এই বিষয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল জল্পনা। এছাড়া লোকসভা ভোটের আবহে এইরকম একটি ঘোষণা আসতে পারে বলেও মনে করেছিলেন সবাই। যদিও, আপাতত মাস্কের ভারত সফর পিছিয়ে যাওয়ায় সেই জল্পনাতেই প্রশ্নচিহ্ন পড়ল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১০ এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া সাইটে ইলন মাস্ক জানিয়েছিলেন যে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য আগ্রহী। কিন্তু, এবার ব্যস্ততার বিষয়টি সামনে এনে আপাতত ভারত সফর বাতিল করলেন মাস্ক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর