বাংলা লিখতে-পড়তে পারলে আজই করুন আবেদন! মাধ্যমিক যোগ্যতায় ৯৪৯টি শূন্যপদে চলছে নিয়োগ

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। পশ্চিমবঙ্গে ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের (Bharatiya Cooperative General Insurance Limited) তরফে ৯৪৯টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মাধ্যমিক পাশ করা যে কেউই আবেদন করতে পারবেন। মাধ্যমিকের রেসাল্ট অনুসারেই শর্ট লিস্টেড করা হবে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মোট ৯৪৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে সাধারণ বিভাগের প্রার্থীদের (জেনারেল ক্যান্ডিডেট) জন্য ৪৪৯টি শুন্যপদ রয়েছে।

অন্যদিকে UR OBC SC ST EWS PWD প্রার্থীদের জন্য বাকি শূন্যপদ সংরক্ষিত। ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডে সংস্থার তরফে পশ্চিমবঙ্গের জন্য ফসল বিমা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ করা হবে। মাধ্যমিকের নম্বর দেখে হবে বাছাই। যেই পদে প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে ২১ হাজার টাকা। এর সঙ্গে অন্যান্য ভাতার ব্যবস্থা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার। পাশাপাশি, বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানা অবশ্যক।

কিভাবে করবেন আবেদন? আবেদনকারীকে প্রথমে ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। আবেদন ফি হিসেবে ২৫০ টাকা জমা করতে হবে।

job vacany

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুলাই। হাতে সময় কম তাই আজই সেরে ফেলুন আবেদন। আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ওয়েবসাইটটি ভিসিট করুন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর