চাকরি প্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে ১৫৩টি শূন্যপদে নন-টিচিং কর্মী নিয়োগ, আজই করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের (IIT Kharagpur) তরফে নন- টিচিং (Non Teaching Post) পদে নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই ২০২৩। তাই দেরী না করে আজই করে ফেলুন আবেদন।

নিম্নে উল্লেখিত পদ গুলির জন্য আবেদন পত্র নেওয়া হচ্ছে। নন-টিচিং পদের অধীনে জুনিয়র একজিকিউটিভ- ১৯টি পদ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার- ৫টি পদ, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট- ৩০টি পদ, জুনিয়র ইঞ্জিনিয়ার- ২২টি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

পাশাপাশি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি)- ১টি পদে, স্টাফ নার্স- ১২টি পদে, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট- ২টি পদে, ফিজিক্যাল ট্রেনিং টিচার- ৫টি পদ, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড-II- ৩টি পদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ২০টি পদ ,জুনিয়র টেকনিশিয়ান / জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট- ২৩টি পদ, সিকিউরিটি ইন্সপেক্টর- ৫টি পদ, ড্রাইভার গ্রেড-II- ৬টি পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। মত ১৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

job 8

আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে SC/ST/PWD/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা। আবেদন করতে চাইলে আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (IIT – https://erp.iitkgp.ac.in.খড়গপুর)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনে আবেদন করা যাবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর