রক্তাক্ত অ্যান্ডারসন, তবুও করে চলেছেন বল! প্রশংসার ঝড় ক্রিকেট বিশ্বে

বাংলা হান্ট ডেস্কঃ ভারত আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। বৃহস্পতিবার থেকে এই সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয়েছে। তিনটি টেস্টের মধ্যে ভারত আর ইংল্যান্ড ১-১ করে ম্যাচে জয়ী হয়ে বর্তমানে সমান্তরালে রয়েছে।

আর এই চতুর্থ টেস্টে ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসনের একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে সবথেকে বেশি উইকেট নেওয়া অ্যান্ডারসন জখম হওয়ার পরেও নিজের কর্তব্য পালন করে চলেছেন।

সোশ্যাল মিডিয়ায় অ্যান্ডারসনের ছবি ভাইরাল হওয়ার পর গোটা ক্রিকেটে বিশ্বে তাঁর প্রশংসা শুরু হয়েছে। বলে দিই, এই ঘটনা ভারতীয় ইনিংসের ৪২ তম ওভারে হয়েছিল। সেই সময় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৫০ আর অজিঙ্ক রাহানে পাঁচ রান করে ক্রিজে ছিলেন।

ঘরের মাটিতে সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলা অ্যান্ডারসন টিম ইন্ডিয়ার মহান ব্যাটসম্যান সচিন তেন্দুলকরকেও পিছনে ফেলে দিয়েছেন। বলে দিই, অ্যান্ডারসন দেশের মাটিতে ৯৫ তম টেস্ট ম্যাচ খেলছেন। আর সচিন দেশে মাটিতে ৯৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি দেশের মাটিতে ৯২টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর