ইরানকে চূর্ণ করে বিশ্বকাপ অভিযান শুরু করল তারুণ্য, অভিজ্ঞতার মিশেলে তৈরি ইংল্যান্ড  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রত্যেকেই আশা করেছিলেন যে কিছুটা লড়াই পেশ করবে ইরান। এই বিশ্বকাপে আসার আগে ভালো ফর্মে ছিল না ইংল্যান্ড। শেষ ছয়টি ম্যাচে জয়ের দেখাও পায়নি তারা। অপরদিকে ইরান গতবারের বিশ্বকাপে পর্তুগাল এবং স্পেনকে যথেষ্ট বেগ দিয়েছিল। এমন অবস্থায় খাতায়-কলমে ইংল্যান্ড ফেভারিট হলেও ইরানকে নিয়ে প্রত্যাশা ছিল না এমন নয়। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হলেও এশিয়ার দেশটি। আজ বিশ্বকাপের ইতিহাসে তাদের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার রেকর্ড গড়লো ইংল্যান্ড।

প্রথম থেকেই ম্যাচের দখল ছিল ইংল্যান্ডের হাতে। ম্যাচের ১০ মিনিট নাগাদ হ্যারি কেনের ভেসে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের ডিফেন্ডারের সঙ্গেই সংঘর্ষের কারণে মুখে মারাত্মক আঘাত পান গত বিশ্বকাপে রোনাল্ডোর মারা পেনাল্টি বাঁচানো ইরানিয়ান গোলরক্ষক আলীরাজা বেইরানভ্যান্ড। প্রায় দশ মিনিট ধরে মাঠের মধ্যেই তার চিকিৎসা চলে। কিন্তু কোনওভাবেই ওই মারাত্মক আঘাত থেকে সামলে উঠতে পারেননি ইরানের গোলরক্ষক। ফলে বাধ্য হই কোচ কার্লোস কুয়েরজকে গোলরক্ষক পরিবর্তন করতে হয়।

ব্যাচের ৩৫ মিনিট অবধি ইংল্যান্ডকে থামিয়ে রাখতে সক্ষম হয়েছিল ইরান। কিন্তু তারপর ম্যানচেস্টার ইউনাইটেড উইং ব্যাক লিউক শ-এর পাস থেকে গোল করেছেন প্ল্যান্টের ১৯ বছর বয়সী মিডফিল্ডার ক্লাব ফুটবলে বুরুশিয়া ডর্টমুন্ডের মতো বড় জার্মান ক্লাবের অধিনায়কত্বের দায়িত্ব থাকা জুড বেলিংহ্যাম। তার ৯ মিনিট পরেই হ্যারি ম্যাগুয়েরের হেডার ধরে দুরন্ত শটে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। হাফ টাইমের ১৪ মিনিট সংযুক্ত সময়ে হ্যারি কেনের পাশ থেকে ৩-০ করে দেন প্রাক্তন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড রাহিম স্টার্লিং।

ম্যাচের ফলাফল প্রথমার্ধে নির্ধারিত হয়ে গিয়েছিল। দ্বিতীয়তে ইরান কতটা লড়াই করতে পারবে সেই নিয়ে কৌতূহল ছিল। শুরুতেই তিনটি পরিবর্তন করে ওটা আগ্রাসী নীতি নিয়েছিলেন ইরানের কোচ। কিন্তু ৬২ মিনিটে ডার্লিং এর পাশ থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আর্সেনালের তরুণ ফুটবলার সাকা। ৪-০ ফলে এগিয়ে যাওয়ার পর হয়তো কিছুটা ঢিলেমি এসেছিল ইংল্যান্ড ডিফেন্সে। এই সুযোগে এফসি পোর্তোর খেলা ইরানের ফরোয়ার্ড মেহেদী তারেমি একটি দুর্দান্ত ফিনিশ করে ব্যবধান কিছুটা কমান।

1669043669991

যদিও তাতে লাভ হয়নি। কারণ এরপর ইংল্যান্ডের হয়ে যথাক্রমে ৭১ ও ৯০ পরিবর্ত হিসেবে নামা ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড ম্যানচেস্টার সিটির উইঙ্গার জ্যাক গ্রিলিস ব্যবধান ৬-১ করে দেন। ম্যাচের একদম শেষ লগ্নে তারেমি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কিছুটা কমান। কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। দুই দলেরই একটি করে শট ক্রসপিসে লেগেছিল ম্যাচে। ৬-২ ফলের এই বিশাল ব্যবধানের জয় ওয়েলস ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়ে দিল ব্রিটিশদের। অপরদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই যেন বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল ইরানের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর